চা বাগান এলাকায় ৩১ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ

স্থানীয়রা দেখেতে পয়ে তড়িঘড়ি খবর দেয় বনদফতরকে। 

Updated By: Jan 19, 2021, 11:26 AM IST
চা বাগান এলাকায় ৩১ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাতে শিলিগুড়ি মহকুমার গঙ্গারাম চা বাগান এলাকায় ৩১ জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে,  চিতাবাঘটি রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় একটি গাড়ি ধাক্কা মারে , ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। স্থানীয়রা দেখেতে পয়ে তড়িঘড়ি খবর দেয় বনদফতরকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর বনবিভাগ ও বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এই বিষয়ে বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ বলেন, 'আমারা এসে দেখলাম যে একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা গাড়ির ধাক্কার কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।' চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিতাবাঘটির ময়নাতদন্ত করার পরে ঘটনার সত্যতা জানা যাবে। পরবর্তীতে আমাদের যা ব্যবস্থা নেওয়া হবে তা আলোচনা করা হবে ।

Tags:
.