টিভি দেখতে ব্যস্ত চিকিৎসক, জরুরি বিভাগে মৃত্যু হল রোগীর
অমানবিকতার এই ছবিই ধরা পড়েছে কালনা মহকুমা হাসপাতালে।
নিজস্ব প্রতিবেদন: জরুরি বিভাগের বেডে ছটফট করছে রোগী, চিকিৎসক তখন ব্যস্ত টিভি দেখতে। হাজার অনুরোধের পরও এলেন না চিকিৎসক। অভিযোগ, এরপরই বিনা চিকিৎসায় মৃত্যু হয় কিশোর দাস নামে এক রোগীর। অমানবিকতার এই ছবিই ধরা পড়েছে কালনা মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন: মায়ের ওপর অত্যাচারে পুঞ্জীভূত ক্ষোভ, বাবাকে খুন করে থানায় আত্মসমর্পণ নাবালকের
রোগীর পরিবারের অভিযোগ, জ্বর ও বমি নিয়ে শনিবার কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয় পূর্ব বর্ধমান মেমারির বাসিন্দা কিশোর দাস। গভীর রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নার্সদের জানালে তাঁরা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। জরুরি বিভাগে গিয়ে চিকিৎসককে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি, তিনি তখন টিভি দেখতে ব্যস্ত ছিলেন বলেই জানাচ্ছেন রোগীর পরিবার। এরপর গভীর রাতে মৃত্যু হয় রোগীর।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তেজনা চরমে পৌঁছলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।