Sonarpur: ভয়ংকর কাণ্ড! শ্যালকের কান কামড়ে ছিঁড়ে নিল জামাইবাবু...
Sonarpur: সোনারপুরে পারিবারিক অশান্তি চরমে, শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলার চেষ্টা জামাইবাবুর! ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তথাগত চক্রবর্তী: সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন জামাইবাবু ৷ এই ঘটনায় আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব ৷ তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিন মদ্যপান করেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর উপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও তাকে মারধর করার শব্দ শুনে ছুটে আসেন। তিনি জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন। অভিযোগ, নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন ৷ শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়।
গভীর রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজা ও তার পরিবার। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও সৌরভের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
আরও পড়ুন, West Bengal News LIVE Update: নারকেলডাঙা মেইন রোডে প্যাকিং বক্সের গুদামে আগুন! দমকলের ৭ ইঞ্জিন...
রাজা শ্রীবাস্তব বলেছেন, 'জামাইবাবু মেরে কামড়ে দিয়েছে, ছাদ থেকে ফেলার চেষ্টাও করেছে। জামাইবাবু মদ খেয়ে দিদির সঙ্গে মারপিঠ করতে গেছিল, আমি বাঁচাতে গেছি, আমায় কামড়ে দিয়েছে। রাত্তির সাড়ে ১১টার সময় জামাইবাবু এসব করেছে। যখন দিদিকে বাঁচাতে গেছি তখন আমাকে ঠেলে বার করে দিয়েছে। আমি তাও বুঝিয়েছি। তারপর মারপিঠ করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে দিয়েছে। এমন কলার ধরেছিল আমি ছাদ থেকে পড়েও যাচ্ছিলাম। তারপর আমার বাড়িরলোক আমায় বাঁচিয়েছে।... আমায় যখন গালাগালি দিচ্ছিল উল্টোপাল্টা তখন আমার বাবা সহ্য করেনি, বাবা প্রতিবাদ করেছে। আমায় তারপরই মারতে আসে তখন আমি আটকাতে যেতেই আমার কান কামড়ে দিয়েছে। ন'খানা সেলাই পড়েছে।' প্রিয়াঙ্কা শ্রীবাস্তব বলেছেন, 'ওরা রোজই মদ খেয়ে অশান্তি করে। আগে তো শ্বশুরকে ধরেও মরতো, এখন সে মারা গেছে। এখন ভাইকে মারছে। পাশের ঘরে থাকে, দিদিকে মারছে দেখে তো বাঁচাতে যাবেই তখনই এমনভাবে মারে। এর কোনও কিছু ব্যবস্থা নেওয়া হোক, আমরা এটাই চাই।' শুধু পরিবারের সদস্য নয়, তাঁদের পাশাপাশি এলাকাবাসীও সৌরভের কঠোর শাস্তির দাবি চাইছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)