Valentine`s Day: ভালবাসার দিনে স্বপ্নপূরণ, স্ত্রী সায়ন্তিকাকে চাঁদে জমি কিনে দিলেন শান্তনু
প্রিয়তমার হাতে তুলে দিলেন চাঁদে কেনা এক একর জমির ম্যাপ
নিজস্ব প্রতিবেদন: ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) প্রতিটা যুগলের কাছেই খুব কাছের একটা দিন। এদিন মনের মানুষকে ভাল ভাল উপহার দেওয়ার প্রচলন রয়েছে। কেউ গোলাপ দেন, কেউ টেডি দেন কিংবা কেউ আবার কোনও দামী উপহার দিয়ে প্রেম নিবেদন করেন। তবে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-তে কেউ নিজের প্রিয় মানুষটাকে চাঁদে জমি কিনেও দিতে পারেন, এটা কখনও ভেবে দেখেছেন! অবাক লাগলেও এমনটাই হয়েছে।
তাঁর 'প্রেমের মানুষ', তাঁর 'মনের মানুষ' সায়ন্তিকার জন্য এমনটাই করেছেন শান্তনু। ভালবাসার দিনে ভালবাসার মানুষের হাতে চাঁদে কেনা এক একর জমির ম্যাপ তুলে দিলেন তিনি। প্রথমে বিশ্বাস করতে অসুবিধা হলেও, পরে সায়ন্তিকা দেখেন তেমনটাই হয়েছে।
কীভাবে এটা সম্ভব হল?
জানা গিয়েছে, মার্কিন সংস্থা লুনার অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদন করেন শান্তনু। এর একটার পর একটা পদ্ধতি মেনে শেষে ক্রেডিট কার্ডের মাধ্যমে চাঁদে এক একর জমি কেনেন তিনি। ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-তে প্রিয়তমা সায়ন্তিকার হাতে সেই জমির কাগজপত্র তুলে দেন তিনি। শান্তনু চক্রবর্তী বলেন, তিনি দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন এই দিনটার জন্য।
পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামের বাসিন্দা শান্তনু চক্রবর্তী। পেশায় পদার্থ বিদ্যার শিক্ষক। তাঁর স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তী তাম্রলিপ্ত কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। অন্যান্য বছর ১৪ই ফেব্রুয়ারি সাধারণ ভাবেই কাটান তাঁরা। পরস্পরের হাতে গোলাপ কিংবা সামান্য কোনও উপহার তুলে দেন। কিন্তু মনে মনে চিরকালই চাঁদে জমি কেনার স্বপ্ন দেখতেন শান্তনুবাবু। কাউকে কিছু না বলেই স্বপ্নপূরণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ২০২২-র জানুয়ারি মাসে চাঁদে এক একর জমি কেনেন তিনি। কিন্তু শান্তনু-সায়ন্তিকার এই প্রেম কার্যত অবাক করেছে গোটা পাঁশকুড়া-সহ পূর্ব মেদিনীপুরকে।
আরও পড়ুন: Cow Smuggling Case: সময় বাড়ানোর আর্জি খারিজ, গরু পাচার মামলায় Anubrata-কে ফের তলব CBI-এর
আরও পড়ুন: Municipal Election 2022: বর্ধমান পুর এলাকায় বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য