Howrah: মহাষ্টমীর রাতে হত্যাকাণ্ড! হাওড়ার রাস্তায় পিছন থেকে তিন রাউন্ড গুলি করে খুন... রক্তাগঙ্গা...

Howrah Crime Incident: আজ রাত ৯ঃ৩০ টা নাগাদ বিহারের গোপালগঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সুরেশ যাদব(৫০) যখন হাওড়া থানার বোন বিহারী বসু লেনে হেঁটে যাচ্ছিল সেই সময় বাইক আরোহী দুষ্কৃতীরা পিছন থেকে তাকে তিন রাউন্ড গুলি করে বলে অভিযোগ। 

নবনীতা সরকার | Updated By: Sep 30, 2025, 11:55 PM IST
Howrah: মহাষ্টমীর রাতে হত্যাকাণ্ড! হাওড়ার রাস্তায় পিছন থেকে তিন রাউন্ড গুলি করে খুন... রক্তাগঙ্গা...

দেবব্রত ঘোষ: অষ্টমীর রাতে গুলি করে খুন। আজ রাত ৯ঃ৩০ টা নাগাদ বিহারের গোপালগঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সুরেশ যাদব(৫০) যখন হাওড়া থানার বোন বিহারী বসু লেনে হেঁটে যাচ্ছিল সেই সময় বাইক আরোহী দুষ্কৃতীরা পিছন থেকে তাকে তিন রাউন্ড গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুরেশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিস। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে সুরেশ হাওড়া থানায় এলাকায় ঘুরতে এসেছিলেন। এই সুযোগেই তাকে দুষ্কৃতীরা খুন করে। দুষ্কৃতীরা বিহারের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

সূত্র মারফত জানা যাচ্ছে। সুরেশ যাদবের সাথে ব্যবসায়িক শত্রুতা  ছিলো বিহারের মাফিয়াদের।হাওড়াতে তিনি স্ত্রীকে নিয়ে এসেছিলেন। এই খবর পায় দুস্কৃতিরা। বিহার থেকে ছক করে এসে তাকে খুন করা হয়। তাঁর স্ত্রী ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। রাতেই হাওড়া থানায় আসেন পুলিস কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি।

আরও পড়ুন: Bengal weather Update: ২-৩ ঘণ্টার মধ্য়েই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ও মাঝারি বৃষ্টি আসছে! তাহলে নবমী কি ভাসতে চলেছে?

আরও পড়ুন: Central govt declares 30 days bonus: দিওয়ালির আগেই মোদী সরকারের ধনবর্ষা! টাকার পাহাড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, প্রচুর বোনাস...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.