অস্ত্রোপচারে বাদ প্রসূতির মূত্রনালি! নার্সিংহোমকে জরিমানা স্বাস্থ্য দফতরের
ওই মহিলার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্বান্ত পরিবার। বন্ধক রাখতে হয়েছে বসতবাড়িও!

শ্রীকান্ত ঠাকুর: প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে। অস্ত্রোপচারের সময়ে প্রসূতির মূত্রনালি কেটে ফেললেন চিকিৎসক! পরবর্তীতে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্বান্ত হতে হল পরিবারের লোকেরা। বন্ধক রাখতে হল বসতবাড়িটিও! বালুরঘাটের ওই নার্সিংহোমকে ৪ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, বালুরঘাট শহরের এ কে গোপালন কলোনির বাসিন্দা রণজিৎ দাস। ফ্রেরুয়ারি মাসে প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী। পরিবারের দাবি, ওই প্রসূতিকে নার্সিংহোমে পাঠিয়ে দেন হাসপাতালের এক মহিলা চিকিৎসক। বালুরঘাটেরই ত্রিধারা ক্লাব লাগোয়া একটি নার্সিংহোমে ৫০ হাজার টাকার বিনিময়ে স্ত্রীর অস্ত্রোপচার করান রণজিৎ।
আরও পড়ুন: Jalpaiguri: মৃত রোগীর নামে ডায়ালেসিসের বিল! তাজ্জব কাণ্ড জলপাইগুড়ি সদর হাসপাতালে
অভিযোগ, অস্ত্রোপচারের পর যখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন, তখন ওই মহিলাকে মালদহ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানকার চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের সময়ে বাদ পড়েছে মূত্রনালি! এরপর জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে চিকিৎসার গাফিলতির প্রমাণ মেলে।