Digha: দীঘার বিচে হাঁটতে গেলে আর মাড়াবেন না গোবর! প্রশাসনের নজরবন্দি গোরু...

Digha: সমুদ্র সৈকতে গোরু চরলেই এবার জরিমানা! ডেডলাইন ১ জুন।

তনুময় ঘোষাল | Updated By: May 23, 2025, 06:16 PM IST
Digha: দীঘার বিচে হাঁটতে গেলে আর মাড়াবেন না গোবর! প্রশাসনের নজরবন্দি গোরু...

কিরণ মান্না: দীঘায় সৌন্দর্য রক্ষা এবার কড়া প্রশাসন। সমুদ্র সৈকতে গোরু চরলেই এবার জরিমানা! ডেডলাইন ১ জুন। প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেএয়া হল, ১ জুনের পর যদি  সমুদ্র সৈকতে গোরু চরানো বন্ধ না হয়, তাহলে জরিমানা করা হবে।

আরও পড়ুন:  Peacock in Hooghly village: হুগলির গ্রামে নীলকণ্ঠী ময়ূর! কুকুর কামড়ে খাচ্ছে নয় কীটনাশক মারছে, জাতীয় পাখির অস্তিত্বরক্ষার লড়াই...

দীঘা। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সমুদ্র তো আছেই, এখন আবার বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির।  গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী। সেদিন বিকেল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দির। রোজ প্রচুর ভিড় হচ্ছে। কিন্তু সেই দীঘার সমুদ্র সৈকতেই চড়ে বেড়াচ্ছে গোরু! ফলে সমুদ্র সৈকত যেমন নোংরা হচ্ছে, তেমনি সৌন্দর্য্যও কমছে।

অভিযোগ, রাতের দিকে সমুদ্র সৈকতে গোরু ছেড়ে দেন স্থানীয় বাসিন্দারাই। আজ, শুক্রবার  রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দীঘা, রামনগর ও মোহনা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রামনগর ১ নম্বর ব্লকে বিডিও পূজা দেবনাথ। বৈঠকে ছিলেন  পদিমা ১, পদিমা ২ ও তালগাছারী ২ অঞ্চল প্রধান। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হবে। তারপরেও যদি গোরু চরানো বন্ধ হয়, তখন জরিমানা করা হবে।

আরও পড়ুন:  Basirhat Incident: ছিঃ! রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে.. পাকড়াও বাবুসোনা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.