Visva Bharati University: ৬ বছর পর খুলল বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণ! কিন্তু সঙ্গে কড়া বিধিনিষেধ, জেনে নিন কী কী?

Birbhum News: আশ্রম এলাকায় প্রবেশের জন্য সাধারণ দর্শনার্থীদের আগেভাগে অনুমতি নিতে হবে। আশ্রমের শান্ত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Updated By: Mar 23, 2025, 12:25 PM IST
Visva Bharati University: ৬ বছর পর খুলল বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণ! কিন্তু সঙ্গে কড়া বিধিনিষেধ, জেনে নিন কী কী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শান্তিনিকেতনের আশ্রম চত্বরে প্রবেশে কড়াকড়ি, আগাম অনুমতির নির্দেশ বিশ্বভারতীর (Visva Bharati University)। বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে শান্তিনিকেতনের (Shantiniketan) আশ্রম চত্বরে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে আশ্রম এলাকায় প্রবেশের জন্য সাধারণ দর্শনার্থীদের আগেভাগে অনুমতি নিতে হবে। আশ্রমের ঐতিহ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বিশ্বভারতী জানিয়েছে, প্রতিদিন প্রচুর মানুষ আশ্রম এলাকা পরিদর্শনে আসেন। ফলে কখনো কখনো অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং আশ্রমের শান্ত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন নিয়মাবলি:
১. আগাম অনুমতি: আশ্রম চত্বরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অন্তত দুই সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করতে হবে।
২. আবেদনের প্রক্রিয়া: অনুমতির জন্য আবেদনপত্র ইমেল করতে হবে pro@visva-bharati.in ঠিকানায়। আবেদনে দর্শনের তারিখ, সময়, দর্শনার্থীদের সঠিক সংখ্যা এবং তাদের পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।
৩. সীমিত প্রবেশাধিকার: পাঠভবনের ক্লাস চলাকালীন সময় — অর্থাৎ বুধবার এবং রবিবার বাদে অন্যান্য দিন দুপুর ১:৩০ পর্যন্ত আশ্রম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিশ্বভারতী আরও জানিয়েছে, আশ্রম এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুরক্ষিত থাকবে এবং আশ্রমের শান্ত পরিবেশও বজায় থাকবে। বিশ্বভারতীর পক্ষ থেকে দর্শনার্থীদের কাছে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এই নতুন নিয়ম মেনে চলে এবং আশ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করে। (তথ্য ও সূত্র- প্রসেনজিৎ মালাকার)

আরও পড়ুন:  এক ঝটকায় ৯ ডিগ্রি কমল তাপমাত্রা! গোটা রাজ্যে অকাল-শীত! চৈত্রের তপ্তদিনে কতদিন চলবে এমন?

আরও পড়ুন: দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার অবসান! সর্বসাধারণের জন্য খুলল বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.