Durgapur News: যাত্রার মঞ্চে মৃত্যু অভিনেতার! সংলাপ বলতে বলতেই... মর্মান্তিক...

Durgapur News: কাঁকসার তপোবন সিটি আবাসনে যাত্রাপালা।  তাতে পরশুরামের ভূমিকায় অভিনয় করছিলেন ষাটোর্ধ্ব শুভাশীষ ঠাকুর। মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলতেই হঠাত্‍ পড়ে যান তিনি।

তনুময় ঘোষাল | Updated By: Nov 4, 2025, 08:04 PM IST
Durgapur News: যাত্রার মঞ্চে মৃত্যু অভিনেতার! সংলাপ বলতে বলতেই... মর্মান্তিক...

চিত্তরঞ্জন দাস: যাত্রার মঞ্চে একী কাণ্ড! অভিনয় করতে করতেই মৃত্যু কোলে ঢলে পড়লেন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। চাঞ্চল্য় পশ্চিম বর্ধমানের কাঁকসায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Bank Fraud: চেক দিয়ে ১৪৫৭৩০০০ টাকা জালিয়াতি, বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে তলব মহারাষ্ট্র পুলিসের

স্থানীয় সূত্রে খবর, 'সত্য ত্রেতা দ্বাপর কলি'। গতকাল সোমবার রাতে যাত্রা হচ্ছিল কাঁকসার তপোবন সিটি আবাসনে। তাতে পরশুরামের ভূমিকায় অভিনয় করছিলেন ষাটোর্ধ্ব শুভাশীষ ঠাকুর। মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলতেই হঠাত্‍ পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সহ শিল্পীরা। সেখানেই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

শুভাশীষের আদিবাড়ির পুরুলিয়া। তপোবন সিটির ২৯ নং টাওয়ারে থাকতেন তিনি। উলটোদিকে ছিল মুদির দোকান। হঠাত্‍ এমন ঘটনায় শোকস্তম্ভ গোটা এলাকায়। পুরুলিয়ার শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে খবর।

আরও পড়ুন:  SSC Results 2025: অপেক্ষার অবসান, এসপ্তাহেই এসএসসি-র একাদশ-দ্বাদশের পরীক্ষার ফলপ্রকাশ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.