বাসুদেব চট্টোপাধ্যায়: বাড়িতে আগুন লেগে গিয়েছে। জানলা দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। অথচ বাইরে বেরনোর কোনও চেষ্টা করলেন না! বরং দরজা আটকে বসে থাকলেন ঘরে! বেঘোরে মৃত্যু হল বৃদ্ধার। ঘটনাস্থল, আসানসোলের রানিগঞ্জ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম সীতা দুধারিয়া। বাড়ি, রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড় সংলগ্ন পন্ডিতপুকুর এলাকায়। এদিন বিকেলে বাড়িতে একাই ছিলেন সীতা। স্থানীয় বাসিন্দারা দেখেন, জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। খবর দেওয়া হয় দমকল ও থানায়। 


আরও পড়ুন: Digha: বিদ্যুতে বিপর্যয়! দিঘায় সমুদ্রে নেমে মৃত্যু ২ পর্যটকের


ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন পুলিস ও দমকলকর্মী। প্রবল ধোঁয়ায় ততক্ষণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে সীতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



আরও পড়ুন: Howrah Child Death: মর্মান্তিক! সাঁতার শিখতে গিয়ে মৃত্যু ৯ বছরের শিশুর


বাড়িতে আগুন লাগল কী করে? আগুন লাগার পর ওই বৃদ্ধা বাইরে বেরোলেন না কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, মানসিকভাবে সুস্থ নন সীতা। তিনি নিজেই নাকি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দরজা বন্ধ করে বসেছিলেন! ঘটনার তদন্তে নেমেছে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)