সোমা মাইতি: ফের SIR আতঙ্কে মৃত্যু? মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কৃষক। এবার মুর্শিদাবাদের কান্দিতে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Durgapur News: SIR in Bengal: SIR আতঙ্কে পঞ্চম মৃত্যু, দেশছাড়া হওয়ার আশঙ্কায় চরম পদক্ষেপ উলুবেড়িয়ায় যুবকের
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মোহন শেখ। কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। আজ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে দিয়েছে SIR। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল মোহনের। সেই আতঙ্কের আত্মহত্য়া করেছেন তিনি।
আজ, মঙ্গলবার সকালে যথারীতি মাঠে কাজ করতে যান মোহন। খেতের কাজ করতে করতে নাকি কীটনাশক খান তিনি! আশেপাশে জমিতে যাঁরা কাজ করছিলেন, তাঁরাই মোহন উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় বাড়িতে। শারীরিক অবস্থার অবনতি হলে, মোহনকে স্থানান্তরিত করা হয় বহরমপুরে মেডিক্যাল কলেজে। কিন্তু বাঁচানো যায় না।
মঙ্গলবারই হাওড়ার উলুবেড়িয়ায় উদ্ধার হয়েছে ২৮ বছরের এক ঠিকাশ্রমিকের দেহ। পরিবারের দাবি, এসআইআর-আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বস্তুত, গত এক সপ্তাহে বাংলায় ষষ্ঠ মৃত্যুর নেপথ্যে এসআইআরকেই দায়ী করেছে শাসকদল।
আরও পড়ুন: Durgapur News: যাত্রার মঞ্চে মৃত্যু অভিনেতার! সংলাপ বলতে বলতেই... মর্মান্তিক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)