বিষ্ণুপুরে বাইক রাখার প্রতিবাদে আক্রান্ত প্রতিবাদী, গ্রেফতার ১ দুষ্কৃতী

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে আক্রান্ত প্রতিবাদী। বাঁচাতে এসে গুলি ও ভোজালির কোপে আক্রান্ত এলাকাবাসীরাও। অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী। পূর্ব খরিবেড়িয়া গ্রামের ঘটনা।

Updated By: Dec 19, 2017, 09:30 AM IST
বিষ্ণুপুরে বাইক রাখার প্রতিবাদে আক্রান্ত প্রতিবাদী, গ্রেফতার ১ দুষ্কৃতী

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে আক্রান্ত প্রতিবাদী। বাঁচাতে এসে গুলি ও ভোজালির কোপে আক্রান্ত এলাকাবাসীরাও। অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী। পূর্ব খরিবেড়িয়া গ্রামের ঘটনা।

আরও পড়ুন : লড়াই শেষ হল বোলপুরের নির্যাতিতার, বিচারের দাবিতে লড়াই জারি পরিবারের

জানা গিয়েছে, রামকৃষ্ণ পাঠাগারের সামনে বাইক রাখার প্রতিবাদকে ঘিরে বিরোধের শুরু। প্রতিবাদীর ওপর হামলা চালায় পাঁচ দুষ্কৃতী। চিত্‍কারে ছুটে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তখন তিন রাউন্ড গুলি ও ভোজালি চালিয়ে পালানোর চেষ্টা করে তারা। এতে কয়েকজন আহত হন। চারজন পালিয়েও যায়। একজনকে সশস্ত্র পুলিসের হাতে তুলে দেওয়া হয়। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এরপর পথ অবরোধ করেন এলাকাবাসী।

আরও পড়ুন : মেয়ের খুনে অভিযুক্তদের হুমকি, মানসিক চাপে আত্মঘাতী প্রৌঢ়

.