Kolkata: অশান্তির জেরে বানতলায় একই ওড়নায় ঝুলে আত্মঘাতী যুগল

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে গলায় ওড়না বাঁধা অবস্থায় দু'জনকে ঝুলতে দেখে স্থানীয়রা। একই ওড়নার এক প্রান্তে প্রেমিক ও অপর প্রান্তে প্রেমিকাকে ঝুলতে দেখে এলাকার মানুষজন। এরপরই তাঁরা পুলিসে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরকীয়া প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি দুই পরিবার।

Updated By: Mar 31, 2023, 06:45 PM IST
Kolkata: অশান্তির জেরে বানতলায় একই ওড়নায় ঝুলে আত্মঘাতী যুগল
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার (Suicide)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কুলবেড়িয়া সরদার পাড়া গ্রামে। ঘটনাস্থল কলকাতা লেদার কমপ্লেক্স (Kolkata Leather Complex Police) থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিস। জানা গিয়েছে, মৃত প্রেমিক যুগলের নাম অসীম সরদার ও প্রেমিকা টুকটুকি সরদার। একই ওড়নার দুই প্রান্তে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে তাঁরা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।    

আরও পড়ুন, Nadia: ক্যানসারে পেটে জমেছে জল, নিজেই পেট কাটলেন গৃহবধূ! তার পর...

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে গলায় ওড়না বাঁধা অবস্থায় দু'জনকে ঝুলতে দেখে স্থানীয়রা। একই ওড়নার এক প্রান্তে প্রেমিক ও অপর প্রান্তে প্রেমিকাকে ঝুলতে দেখে এলাকার মানুষজন। এরপরই তাঁরা পুলিসে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরকীয়া প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি দুই পরিবার। সেই কারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দু'জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস।

কিছুদিন আগে বিয়ের পর আলাদা হয়ে যাবে দুই বান্ধবী। দেখা হবে একে অপরের থেকে, এই ভাবনা গ্রাস করার পরই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল দুজনে। একই ওড়নায় দুই বান্ধবী আত্মঘাতী হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পরিবারের লোক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

আবার হোটেলেই মালাবদল? বিয়ের পর আত্মহত্যা! যে ঘরটি ভাড়া নিয়েছিলেন, সেই ঘরেই মিলল যুগলের ঝুলন্ত দেহ। উদ্ধার হল সুইসাইড নোটি, সিদুঁরে কৌটো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে।

আরও পড়ুন, বাংলায় শীর্ষে মালদা, দেশের ২৬০ জেলার মধ্যে মুকুট উঠল মালদার মাথায়...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.