Kaliganj Assembly by Election: মুর্শিদাবাদের ক্ষত গায়ে কালীগঞ্জের উপনির্বাচন, সিঁদুরে লাভ বিজেপির?
Kaliganj Assembly by Election: কালীগঞ্জে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। আজ, মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন। ১৯ জুন ভোটগ্রহণ।

)
Kaliganj Assembly by Election: কালীগঞ্জে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। আজ, মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন। ১৯ জুন ভোটগ্রহণ।
২৪ ডিজিটাল ব্যুরো: তৃণমূল, বিজেপি আর বাম-কংগ্রেস জোট। ত্রিমুখী লড়াই। নদিয়া কালীগঞ্জে উপনির্বাচনে কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদে সংঘর্ষ! সঙ্গে অপারেশন সিদুঁরও।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর প্রথম ভোট হচ্ছে রাজ্যে। কবে? ১৯ জুন উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সংখ্য়ালঘু অধ্যুষিত এই কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে জাতীয়বাদকে হাতিয়ার করেছে বিজেপি। আজ, মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন।
কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিষ ঘোষ। একসময়ে দলের মণ্ডল সভাপতি ছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দরাজ সার্টিফিকেট, আশিষ ঘোষ দলের একজন বিশ্বস্ত ও নিষ্ঠাবান কর্মী। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন'।
একুশের বিধানসভা কালীগঞ্জ কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে। এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। কিন্তু চলতি বছরে গোড়াতেই প্রয়াত হন তিনি। বাবার কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বাজি মেয়ে আলিফা আহমেদ। তিনি বলেন, 'সহকর্মীরা-সহ অনেকে জানতে চাইছেন, কর্পোরেট কেরিয়ায় ছেড়ে কেন রাজনীতিতে এলাম! কিন্তু বাবার মৃত্যুর তাঁর অপূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্বে আমরা উপরে এসে পড়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদে ও কালীগঞ্জের মানুষ আহ্বানে রাজনীতিতে এসেছি'।
কালীগঞ্জে উপনির্বাচনে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ। একসময়ে কালীগঞ্জ বাম শরিক আরএসপি শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল। আবার চব্বিশের লোকসভা ও ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে পারফরম্যান্সে নিরিখে অবশ্য কালীগঞ্জ আসনের লড়াই দাবি জানিয়েছিল সিপিআই-ও। কিন্তু জোটের স্বার্থে শেষপর্যন্ত কংগ্রসকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা।
এদিকে গোটা দেশেই নির্বাচনের ক্ষেত্রেই রোল মডেল চলে হতে চলেছে কালীগঞ্জ উপনির্বাচন। এই উপনির্বাচনে কমিশনের তরফে যে ব্যবস্থা নেওয়া হয়েছি, সেই ব্যবস্থাই বহাল থাকবে। এবারই প্রথম নির্বাচনের সময় শুধু বুথের ভেতর না বুথের বাইরেও নজরদারি রাখতে চলেছে নির্বাচন কমিশন। সঙ্গে একশো শতাংশ ওয়েবকাস্টিং। কালীগঞ্জ এলাকা মূলত গ্রামীণ। সংখ্যালঘু ভোটার প্রায় ৫৪ শতাংশ। ২০১১ সালে জনগণনা অনুযায়ী, কালীগঞ্জে জনসংখ্যার ৯০ শতাংশ গ্রামীণ। শহুরে মানুষ মাত্র ৯ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 135/9
|
VS |
GER
137/6(18 ov)
|
Germany beat Tanzania by 4 wickets | ||
Full Scorecard → |
BRN
(20 ov) 207/2
|
VS |
GER
161/8(20 ov)
|
Bahrain beat Germany by 46 runs | ||
Full Scorecard → |