Bharat Sevashram Sangha: বালির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী-সেবকের!
Bharat Sevashram Sangha sannyasi and sevak died in accident: দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) । গুরুতর জখম স্বামী অমরানন্দ মহারাজ। জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে। কীভাবে ঘটে দুর্ঘটনা?

দেবব্রত ঘোষ: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন একাধিক সেবক। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী ও সেবকের।
পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, Mishti Mela: ১ পিসের দাম ১০০০ টাকা! 'মিষ্টিমেলা'র বিশেষ আকর্ষণ এই দেখতে ল্যাংচা, আসলে রসগোল্লা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)