দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা বিজেপির, ইঙ্গিত অর্জুনের

সংসদের অধিবেশন শুরুর পর পার্লামেন্টের ভিতর ও বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ইঙ্গিত দিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং। 

Updated By: Jul 18, 2021, 06:36 PM IST
দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা বিজেপির, ইঙ্গিত অর্জুনের

নিজস্ব প্রতিবেদন: এবার বাংলার বিজেপি নেতাদের সুর গরমে সরগরম হতে চলেছে দিল্লি। সংসদের অধিবেশন শুরুর পর পার্লামেন্টের ভিতর ও বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ইঙ্গিত দিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং। 

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখানো হবে। প্রসঙ্গত সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এই অধিবেশনে বাংলার বিজেপি সাংসদরা তৃণমূলের বিরুদ্ধে সংসদে প্রবল ভাবে সরব হবেন, এমনটাই জানালেন অর্জুন সিং। 

আরও পড়ুন, UP Board: বাদ রবীন্দ্রনাথ, সিলেবাসে ঢুকছে যোগী-রামদেবের রচনা! টুইটে তীব্র আক্রমণ সায়নীর

বাংলার ঘরছাড়া বিজেপি কর্মীরাও দিল্লিতে পথে নামার প্রস্তুতি নিয়েছেন, এমনটাও জানান হয়েছে। ৭ হাজারের মতো বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অর্জুন সিং নিজেই। 

সেই ঘর ছাড়ারা দিল্লির রাজপথে নামতে পারেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে থাকবেন, সেই সময়ও বিক্ষোভ হতে পারে, খবর বিজেপি সূত্রে।

অন্যদিকে, সংসদে বাদল অধিবেশন চলাকালীন দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবারের দিল্লি সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে কৌশল রচনা করতে যেমন বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি। তেমনই রাজ্যের দাবিদাওয়া নিয়ে দ্বারস্থ হবেন প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও সময় চাওয়া হয়েছে।

.