নিজস্ব প্রতিবেদন : তৃণমূল-বিজেপি মিছিলকে ঘিরে মেদিনীপুর শহরে তৈরি হল উত্তেজনা। উপক্রম হল হাতাহাতির। কোনওরকমে পরিস্থিতি সামাল দিল মেদিনীপুর কোতয়ালি থানার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি দিন উপলক্ষে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল বের করে তৃণমূল। মিছিলে হাঁটেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা, দীনেন রায়, উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে আগামীকাল শহরের সাহেবপুকুর চক এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে বাইক মিছিল করে বিজেপি।


সেইসময় তৃণমূল এবং বিজেপি, দুটি মিছিলই এসে পড়ে গোলকুয়ার চক এলাকায়। দু'পক্ষই একে অপরকে উদ্দেশ করে কটূক্তি করতে থাকে। বচসা বেধে যায় দুপক্ষের মধ্যে। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উপক্রম হয় হাতাহাতির। কোনওক্রমে পুলিস সামাল দেয়। বিজেপির মিছিলকে আটকে দিয়ে তৃণমূলের মিছিলকে প্রথমে পার করিয়ে পুলিস। পরে অবশ্য বিজেপি এবং তৃণমূল দু'পক্ষই শহরের রিং রোডে মিছিল করে।


আরও পড়ুন, "রামনবমীতে আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে", অভিষেককে পাল্টা জবাব শুভেন্দুর