বিজেপি-তৃণমূলের পরস্পরের উপর হামলার অভিযোগে সরগরম বারাসত

BJP-তৃণমূলের পরস্পরের উপর হামলার অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনা জেলার বারাসত। সেখানকার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন স্থানীয় BJP কর্মীরা। BJP-র দাবি গতকাল নরেন্দ্র মোদী সরকারের তিন বছর নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন তাঁদের কর্মীরা। সেই সময় হঠাত্ই মারধর করা হয় তাঁদের।

Updated By: Jun 24, 2017, 09:27 AM IST
বিজেপি-তৃণমূলের পরস্পরের উপর হামলার অভিযোগে সরগরম বারাসত

ওয়েব ডেস্ক: BJP-তৃণমূলের পরস্পরের উপর হামলার অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনা জেলার বারাসত। সেখানকার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন স্থানীয় BJP কর্মীরা। BJP-র দাবি গতকাল নরেন্দ্র মোদী সরকারের তিন বছর নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন তাঁদের কর্মীরা। সেই সময় হঠাত্ই মারধর করা হয় তাঁদের।

আরও পড়ুন মনুয়াকাণ্ডের ছায়া এবার দত্তপুকুরে, প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ

এক কর্মীকে আহত অবস্থায় ভর্তিও করা হয় বারাসত হাসপাতালে। যদিও বক্তব্য রয়েছে দুই পক্ষেরই। কারণ, অন্যদিকে, BJP-র বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিকও। বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন  দীর্ঘদিনের সম্পর্ক-বিয়ের প্রতিশ্রুতি, তার পরেও বিশ্বাসভঙ্গ

.