Malda Shocker: বিচার না পেলে দাহ নয়! ক্লাস এইটের ছাত্রের রহস্যমৃত্যু, বাড়িতে ৩ দিন ধরে বরফে দেহ রেখে প্রতিবাদ...

মৃত্যুর তিন দিন পরেও অষ্টম শ্রেনীর ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। বাড়িতেই ছাত্রের দেহ ফ্রীজড করে রেখেছেন পরিবার। তাঁদের ছেলের মৃত্যুর দায়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এমনভাবে প্রতিবাদ মৃত ছাত্রের পরিবারের। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচক থানা এলাকায়। 

সৌমিতা মুখার্জি | Updated By: Jul 5, 2025, 06:43 PM IST
Malda Shocker: বিচার না পেলে দাহ নয়! ক্লাস এইটের ছাত্রের রহস্যমৃত্যু, বাড়িতে ৩ দিন ধরে বরফে দেহ রেখে প্রতিবাদ...

রণজয় সিংহ: মৃত্যুর তিন দিন পরেও অষ্টম শ্রেনীর ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। বাড়িতেই ছাত্রের দেহ ফ্রীজড করে রেখেছেন পরিবার। তাঁদের ছেলের মৃত্যুর দায়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এমনভাবে প্রতিবাদ মৃত ছাত্রের পরিবারের। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচক থানা এলাকায়। 

আরও পড়ুন- Kasba Law College Incident: 'ধ_র্ষ_ণ সামাজিক ব্যাধি, সর্বোচ্চ শাস্তিই দিলেই অপরাধ কমবে', কসবাকাণ্ডে সরব সায়ন্তিকা...

মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যু হয়। ছাত্রের পরিবার অভিযোগ করেন, বেসরককারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয় শ্রীকান্তের। ঘটনায় তিন দিন পরেও ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি মানিকচক থানার পুলিস। 

তাঁদের ছেলে ন্যায়বিচার পায়নি তাই সৎকার না করে ছাত্রের মৃতদেহ তার বাড়িতেই বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত দেহের সৎকার করা হবে না। 

আরও পড়ুন- Ratha Yatra 2025: নিরাপত্তায় খামতি ছিল না, অথচ পুলিসের সামনেই দরজা ভেঙে জগন্নাথের ভান্ডার লুঠ...

ময়না তদন্তের রিপোর্টে কোনওরকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবি। মৃতের বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.