Mamata Banerjee: নজরে 'বাংলার বাড়ি', কবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Mamata Banerjee: গত বছরের ডিসেম্বরে 'বাংলার বাড়ি' প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্য়মন্ত্রী। তখনই প্রথম কিস্তির ৬০ হাজার দেওয়া হয়েছিল উপভোক্তাদের।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো; কথা রাখলেন মুখ্য়মন্ত্রী। 'বাংলার বাড়ি' প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকাও এবার পৌঁছে যাবে উপভোক্তাদের অ্য়াকাউন্টে। কবে? আজ, মঙ্গলবারই।
আরও পড়ুন: Mamata Banerjee: 'যারা চোখে ঠুলো পরে বসে আছে, তারাই শুধু বাংলার উন্নয়ন দেখতে পায় না'!
প্রধানমন্ত্রী আবাস যোজনা ধাঁচে এবার বাংলা আবাস যোজনা। নাম, 'বাংলার বাড়ি'। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে নয়া প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। গত বছরের ডিসেম্বরে যখন প্রকল্প শুরু হয়, তখনই রাজ্য়ের ২১ জেলায় ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'মে-জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে'। সেইমতোই এবার টাকা দেওয়া শুরু হল।
We are proud that our state government, entirely with its own funds, is providing a total of ₹1,20,000 per family in two installments under the ‘Banglar Bari (Gramin)’ scheme to 12 lakh poor and eligible families of Bengal for building their houses.
The first installment,…
— Mamata Banerjee (@MamataOfficial) May 20, 2025
তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী এখব উত্তরবঙ্গে। এদিন শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে 'বাংলার বাড়ি' প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। বলেন, 'আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব'।
আবাস প্রকল্পে রাজ্যের প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এই দফায় ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার কাজও শেষ হয়ে গেল। এরপর স্রেফ বাকি ১৬ লক্ষ উপভোক্তা তালিকা চূড়ান্ত করাই নয়, এছর ডিসেম্বরে প্রথম কিস্তি টাকা দিয়ে দেওয়ার কথা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)