ওয়েব ডেস্ক: ফের পুলিসকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নদিয়ার পর এবার হাওড়ায়। গা বাঁচিয়ে চলা পুলিসের কাজ নয়। বললেন প্রশাসনিক বৈঠকে। বেআইনি কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ। নাম না করে দলের নেতাদেরও হুঁশিয়ারি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কখনও বাহবা, কখনও ধমক। হাওড়ার প্রশাসনিক সভায় এই মন্ত্রেই চললেন মুখ্যমন্ত্রী। 


পুলিসকে কড়া বার্তা
উর্দির মান রাখতে, পুলিসকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনও আপস নয়।  


'বেআইনি কাজ বরদাস্ত নয়'
বেআইনি কাজের ফল একটাই। কঠোর শাস্তি। দল-রং দেখার প্রশ্নই নেই। বলেন মুখ্যমন্ত্রী। 


হাই ভোল্টেজ ধমক 
প্রচুর ক্ষোভ-বিক্ষোভ উঠে আসে লো ভোল্টেজ সমস্যা নিয়ে। এজন্য প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর কড়া ধমক শুনতে হয় বিদ্যুত্‍ দফতরের কর্তাকে।  


ইস্যু ভাঙড়
নাম করেননি। তবে ভাঙড়ের পাওয়ার গ্রিড ইস্যুও উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। কথা বলবে কাজ। পুলিস-প্রশাসনকে সেই বার্তাই এদিন দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।