Kumbh Mela in Tribeni: মাঘী পূর্ণিমায় রেকর্ড ভিড় সঙ্গমে! ৭০০ বছরের ইতিহাসের হাত ধরে ত্রিবেণীতে ফিরল কুম্ভমেলা...
Kumbh Mela in Tribeni: পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া যায়। বহু কাল ধরে মানুষ মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে স্নান করে আসছেন। এভাবেই ত্রিবেণীতে 'অনুকুম্ভে'র জন্ম। আজ, সেই মিনি কুম্ভে বিশাল জনসমাগম!

বিধান সরকার: প্রয়াগরাজে যেমন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গম আছে, ত্রিবেণীতে তেমনই তিন নদীর সঙ্গম। প্রয়াগ হল যুক্তবেণী, ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে দক্ষিণপ্রয়াগও বলা হয়। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে কথিত। মকরস্নান করে গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ।
ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে এই ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। স্কন্দপুরাণে অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্ত 'র মোট সাতজন পুত্র ছিলেন। তাঁরা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাত গ্রামে। এই গ্রামগুলিরই নাম হয় সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে। যদিও পরবর্তী কালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়।
নাগা সাধু সন্ন্যাসীদের উপস্থিতি এই কুম্ভকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আজ, বুধবার সকালে সাধুদের নগর পরিক্রমা, তারপর গঙ্গার ঘাটে পুণ্যস্নান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীদের ভিড় জমে এখানে। যাঁরা প্রয়াগ মহাকুম্ভে যেতে পারেননি তাঁদের অনেকেই ত্রিবেণী কুম্ভে পুণ্যস্নান করেন।
আর সেই হাজার হাজার মানুষের ভিড় সামলাতে পুলিস স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে স্পিডবোটে গঙ্গাবক্ষে নজরদারি। স্নান করতে নেমে যাতে কেউ ভেসে না যান, সেজন্য গঙ্গার ঘাটে জাল দেওয়া হয়। টিউব লাইফ জ্যাকেট নিয়ে বিপর্যক মোকাবিলা বাহিনীর কর্মীরা উপস্থিত আছেন। গঙ্গার ঘাটে একসঙ্গে যাতে পুণ্যার্থীরা ঘাটে নেমে না পড়েন, সেজন্য বাঁশের গেট করা হয়েছে ঘাটের প্রবেশপথে।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)