শেডের জায়গায় স্টেশনে তৈরি হচ্ছে বেঞ্চ, ক্ষুব্ধ পাণ্ডুয়ার নিত্যযাত্রীরা

কয়েক বছর আগে শুরু হয় শেড তৈরির কাজ। পিলারের ভিত তৈরির পরই বন্ধ হয়ে যায় কাজ।

Updated By: Nov 9, 2017, 09:02 PM IST
শেডের জায়গায় স্টেশনে তৈরি হচ্ছে বেঞ্চ, ক্ষুব্ধ পাণ্ডুয়ার নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিবেদন : রাতারাতি পাণ্ডুয়া স্টেশনের প্ল্যাটফর্মে শেড তৈরির কাজ বন্ধ করে, তার বদলে তৈরি করা হচ্ছে যাত্রীদের বসার বেঞ্চ। অভিযোগ নিত্যযাত্রীদের। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শতাব্দী প্রাচীন স্টেশন পাণ্ডুয়া। বছরের পর বছর কেটে গেলেও স্টেশনে শেড তৈরি হয়নি। যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মেনে কয়েক বছর আগে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে শেড তৈরির কাজ শুরু হয়। শেডের পিলারের ভিতও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তারপরই বন্ধ হয়ে যায় কাজ।

এখন আবার নতুন করে মিস্ত্রি কাজ করতে শুরু করে স্টেশনে। কিন্তু যাত্রীদের অভিযোগ, শেড নয়, প্ল্যাটফর্মে এখন তৈরি হচ্ছে বেঞ্চ। শেড আর তৈরি হবে কিনা, সে প্রশ্নের উত্তরে রেলের তরফে কোনও সদুত্তর মেলেনি বলেই অভিযোগ যাত্রীদের।

আরও পড়ুন, উত্তর ভারতে কুয়াশার জের, দেরিতে চলছে হাওড়াগামী ট্রেন

.