শুভাশিস মণ্ডল: হাওড়ার বাগনানে ভয়ংকর পথদুর্ঘটনা। মৃত্যু হল ৫ যাত্রীর। আহত বহু। বাগনান রেলওয়ে স্টেশন সাউথ-ইস্টার্ন রেলের একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন। তবে, এটি অত্যন্ত জনবহুল একটি জায়গা। হাওড়ার শ্যামপুরের বিপুল সংখ্যক মানুষ বাগনানে আসেন। বাগনান থেকে তাঁরা অন্যত্র যাওয়ার প্রয়োজনীয় গাড়ি ধরেন। তাই ট্রেনের পাশাপাশি বহু বাসরুটও এখানে সংযুক্ত। শ্যামবাজার-বাগনান রুটের বাস তেমনই একটি।
আরও পড়ুন: Kaliganj Bypoll 2025: মর্মান্তিক ঘটনা কালীগঞ্জে! ভাগীরথী পারাপারের সময়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ...এখনও চিহ্ন মেলেনি...
আরও পড়ুন: Deadly Attack: ১২০ মিনিটের মৃত্যুতাণ্ডব! অতর্কিত আক্রমণে ডুবল ২১ মার্কিন জাহাজ, ধ্বংস ৩০০ বিমান, ভয়ংকর মৃত্যু ২৪০৩ সেনার...
বাগনান লাইব্রেরি মোড়ে
বাগনানের লাইব্রেরির মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে এই শ্যামবাজার-বাগনান রুটের বাসে ধাক্কা মারে একটি ট্রেলার ট্রাক। মোট মৃত তিনজন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ২২ জন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শরৎচন্দ্র মেডিক্যাল হাসপাতালে
প্রথমে এঁদের বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পরে সেখা থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে। আহতদের দেখতে বাগনান হাসপাতালে যান বাগনানের বিধায়ক অরুনাভ সেন। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল হাসপাতালে আহতদের দেখতে যান জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ও। যান প্রশাসনের আধিকারিকেরাও।
কী ভাবে দুর্ঘটনা?
দুর্ঘটনার কারণ হিসেবে যা জানা যায়, তা হল-- ওই বেসরকারি বাসটি সিগন্যালের কাছে একটি লেন থেকে অন্য লেনে যাচ্ছিল। সেই সময়ে দ্রুতগতিতে আসছিল একটি ট্রেলার ট্রাক। সেটি এসে সজোরে ধাক্কা মারে বাসটিতে। এত জোরে ধাক্কা যে, বাসের ভেতর থেকে যাত্রীরা ছিটকে পড়েন জাতীয় সড়কের উপরে! ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আরও এক জনের মৃত্যু হয়! মৃতদের পরিচয় এখনও জানা যায়নি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)