Diamond Harbour Hotel Incident: ডায়মন্ড হারবারের হোটেলে একাধিক পুরুষ-মহিলা... পুলিস হানা দিতেই পর্দাফাঁস! মিলল আপত্তিকর জিনিসও...

Diamond Harbour Hotel: গোপন সূত্রে খবর পেয়েই পুলিস হানা দেয় বিভিন্ন আবাসিক হোটেলে। আর তাতেই পর্দাফাঁস হয়...

সুদেষ্ণা পাল | Updated By: Jun 21, 2025, 05:04 PM IST
Diamond Harbour Hotel Incident: ডায়মন্ড হারবারের হোটেলে একাধিক পুরুষ-মহিলা... পুলিস হানা দিতেই পর্দাফাঁস! মিলল আপত্তিকর জিনিসও...

নকিব উদ্দিন গাজি: ডায়মন্ড হারবারে ফের মধুচক্রের পর্দাফাঁস। আবাসিক হোটেলে চলছিল মধুচক্র। পুলিসের অভিযানে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার একাধিক পুরুষ ও মহিলা। উদ্ধার আপত্তিকর সামগ্রীও।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার  শহরের আবাসিক হোটেলগুলিতে ফের মধুচক্রের হদিশ মিলল। শনিবার ডায়মন্ড হারবার থানার পুলিস ও মহিলা থানা যৌথ অভিযান চালায় জাতীয় সড়কের পাশে একাধিক হোটেলে। গোপন সূত্রে খবর পেয়েই পুলিস হানা দেয় বিভিন্ন আবাসিক হোটেলে। আর তাতেই পর্দাফাঁস হয় মধুচক্রের। 

হোটেলগুলিতে অভিযান চালাতেই হাতেনাতে ধরা পড়েন একাধিক পুরুষ ও মহিলা। অভিযোগ, ওই হোটেলগুলিতে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। ধৃতরা সবাই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিসি অভিযানে ওই হোটেলগুলি থেকে উদ্ধার করা হয়েছে কিছু আপত্তিকর সামগ্রীও। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার শহরে।

পুলিস জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার পিছনে আরও কোনও চক্র জড়িত রয়েছে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, হুগলি নদীর তীরে অবস্থিত ডায়মন্ড হারবার অন্যতম উইকএন্ড পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়। ফি সপ্তাহেই ওখানে ভিড় জমান ভ্রমণপিপাসুর দল।

আরও পড়ুন, Jaipur Hotel Viral Video News: হোটেলের জানলা খোলা, পর্দা নেই, যুগল মাতলেন উদ্দাম যৌনতায়! হাঁ হয়ে দেখল রাস্তার লোক...

আরও পড়ুন, Watch Mumbai local train fighting: WATCH | জায়গা নিয়ে চুলোচুলি... ২ মহিলার কিল-চড়-ঘুষি, ফাটল মাথা! লেডিস স্পেশালে রক্তারক্তি কাণ্ড!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.