'এই সময়ে ফি বৃদ্ধি করবেন না', প্রাইভেট স্কুলগুলোকে অনুরোধ শিক্ষামন্ত্রীর

লকডাউনের মধ্যেই প্রাইভেট স্কুলগুলো ফি বৃদ্ধি করছে। আর তা নিয়েই পরপর শহরের দুই স্কুলে চরমে ওঠে অভিভাবকদের বিক্ষোভ।

Updated By: Jun 13, 2020, 11:34 PM IST
'এই সময়ে ফি বৃদ্ধি করবেন না', প্রাইভেট স্কুলগুলোকে অনুরোধ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: "শিক্ষা দফতরের বারংবার নিষেধের পরেও, যেসব স্কুল ফি বৃদ্ধি করেছে, তাদের কাছে অনুরোধ এবছর যেন ফি বাড়ানো না হয়।" শনিবার একটি বৈঠকে এমনটাই জানান শিক্ষামন্ত্রী।

লকডাউনের মধ্যেই প্রাইভেট স্কুলগুলো ফি বৃদ্ধি করছে। আর তা নিয়েই পরপর শহরের দুই স্কুলে চরমে ওঠে অভিভাবকদের বিক্ষোভ। গতকালই  দমদমের সেন্ট মেরি স্কুলে ফি বৃদ্ধির বিরুদ্ধে অবরোধ করছেন অভিভাবকরা। দমদম স্টেশন রোডে সকাল সকাল অবরোধে বসে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, স্কুল বন্ধ রয়েছে, শিক্ষা দফতর বলা সত্ত্বেও ফি বৃদ্ধি কমাচ্ছে না সেন্ট মেরি স্কুল। 

আরও পড়ুন: বাড়িতে বসেই বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার, ৪টি বিকল্পে মূল্যায়ন

পাশাপাশি শনিবারও একই ছবি দেখা গেল দক্ষিণ কলকাতাতেও। আজ বিক্ষোভ দেখালেন রানিকুঠির জিডি বিড়লা স্কুলের অভিভাবকরা। বর্ধিত ফি কমানোর দাবি জানান তাঁরা। অভিযোগ কোনও আশ্বাস মেলেনি। যদিও স্কুল কর্তৃপক্ষ জানান এ বিষয়ে ফের খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত জানানো হবে। 

আরও পড়ুন: 'শ্মশান-কাণ্ডে ক্ষমা চাওয়া উচিত সরকারের', ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা

অনলাইনে ক্লাস হচ্ছে। ইন্টারনেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। তা সত্ত্বেও অন্য খাতে কেন নেওয়া হচ্ছে টাকা? প্রশ্ন তুলে সরব অভিভাবকরা। তাঁদের বক্তব্য, স্কুল বন্ধ, তারপরও নেওয়া হচ্ছে ইলেকট্রিসিটি বিল। পড়ুয়ারা স্কুলে যাচ্ছে না, তাও নেওয়া হচ্ছে বাস ফি। অনলাইনে ক্লাস চললে লাইব্রেরি ফি কেন? এখানেই শেষ নয়। নতুন বইয়ের জন্য টাকা নেওয়া হলেও তা এখনও পড়ুয়াদের হাতে এসে পৌছয়নি। এরকমই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে অভিভাবকরা।

.