Passpot Fraud| ED Raid: নববর্ষের সকালে ময়দানে ইডি, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ৮ জায়গায় তল্লাশি

ED Raid: ভারত বাংলাদেশ সীমান্ত গেদে উত্তরপাড়ায় ইডি হানা দেয় অলোক নাথ নামে বছর ৫০ এর এক ব্যক্তির বাড়িতে। সূত্রের খবর, তার বিরুদ্ধে অবৈধ ভাবে পাসপোর্ট, আধার ও এপিক কার্ড তৈরি করার অভিযোগ ছিল

Updated By: Apr 15, 2025, 02:05 PM IST
Passpot Fraud| ED Raid: নববর্ষের সকালে ময়দানে ইডি, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ৮ জায়গায় তল্লাশি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার তদন্তে ইডি। একযোগে তল্লাশি চালানো হল রাজ্যের ৮ জায়গায়। বেকবাগান, গোদে, বিরাটি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থা।

মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিনে বাঁকড়ার এমএস সরণীর একটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। এলাকা ঘিরে ফেলা হয় সেন্ট্রাল ফোর্স দিয়ে। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বছরখানেক ধরে ভাড়া থাকেন আজাদ মল্লিক নামে এক ব্যক্তি। তিনি মানি এক্সচেঞ্জের কাজ করেন। তার বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। আজ ইডির অফিসাররা তাঁর বাড়িতে হানা দিলে তিনি প্রথম দরজা খুলতে চাননি। পরে ইডির অফিসাররা দরজা ভেঙে ভেতরে ঢোকে। সূত্রের খবর, আজাদ মল্লিকের বাড়ি থেকে বেশকিছু নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি তাকে টানা জেরা করা হচ্ছে।   

অন্যদিকে, আজ ভারত বাংলাদেশ সীমান্ত গেদে উত্তরপাড়ায় ইডি হানা দেয় অলোক নাথ নামে বছর ৫০ এর এক ব্যক্তির বাড়িতে। সূত্রের খবর, তার বিরুদ্ধে অবৈধ ভাবে পাসপোর্ট, আধার ও এপিক কার্ড তৈরি করার অভিযোগ ছিল। মঙ্গলবার ভারেই ইডি পৌঁছে যায় সীমান্তে অলোক নাথের বাড়িতে।

আরও পড়ুন-স্ত্রীর পরকীয়া! ১২ স্বামী 'খুন'! হাড়হিম করা বাস্তব ঘটনা...

আরও পড়ুন-সম্প্রীতির বার্তা! নববর্ষে রাখিবন্ধন উৎসব মালবাজারে...

উল্লেখ্য, ভবানিপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করছে ওই পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি আন্তর্জাতিক চক্র। মনে করা হচ্ছে ওই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বেশকিছু বাংলাদেশি নাগরিক। তাদের এজেন্টদের খুঁজে বের করতেই ইডির এই অভিযান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.