Eve teasing: নাবালিকাকে প্রতিদিন ইভটিজিং, কুপ্রস্তাব! প্রতিবাদ করায় মা-সহ ছাত্রীকে বেধড়ক মারধর...

Canning: নাবালিকা স্কুল ছাত্রীকে ইভটিজিং। প্রতিবাদে সরব হতে ছাত্রী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ। তদন্তে পুলিস।

Updated By: Feb 25, 2025, 09:31 AM IST
Eve teasing: নাবালিকাকে প্রতিদিন ইভটিজিং, কুপ্রস্তাব! প্রতিবাদ করায় মা-সহ ছাত্রীকে বেধড়ক মারধর...
প্রতীকী ছবি

প্রসেনজিত্‍ সর্দার: প্রতিনিয়ত স্কুলের যাতায়াতের পথে কয়েকজন যুবক ইভটিজিং করে উত্ত্যক্ত করতে নাবালিকা এক ছাত্রীকে। বাড়িতে গিয়ে সেই ঘটনার কথা পরিবারের লোকজনদের জানিয়েছিল ওই ছাত্রী। ছাত্রীর মা ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন। অভিযোগ প্রতিবাদে সরব হতে ওই ছাত্রী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলে ওই যুবক ও তাদের পরিবারের লোকজনদের বিরুদ্ধে। শুধু মারধর নয়, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনার বিষয়ে আক্রান্ত ছাত্রীর মা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:WB Weather Update: মার্চের শুরুতেই হাঁসফাঁস করা গরম! আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট...

স্থানীয় সূত্রের খবর, বারুইপুর থানার অন্তর্গত বেতবেড়িয়া এলাকার ওই নাবালিকা ক্যানিংয়ের তালদির এক উচ্চমাধ্যমিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অভিযোগ প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তাঁকে হাত ধরে টানাটানি করে বিরক্ত করে স্থানীয় তালদির যুবক মনিরুল লস্কর ও আজিদ লস্কর’রা। এমনকী কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। অন্যান্য দিনের মতো স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে টানাটানি করে উত্ত্যক্ত করে। পিছনে ছিলেন ছাত্রীর মা। তিনি প্রতিবাদে সরব হন। অভিযোগ সেই সময় মনিরুল লস্কর,আজিদ লস্কর, অঞ্জলি সিংরা মিলিত ভাবে ওই ছাত্রী ও তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এমনকি স্কুল আসতে দেবে না বলে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

ঘটনার পর আক্রান্ত ছাত্রীর মা ক্যানিং থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

প্রসঙ্গত, গত রবিবার গভীর রাতে পানাগড়ের রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়। চন্দননগর থেকে একটি কাজে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। অভিযোগ, কয়েকজন মত্ত যুবক গাড়ি করে এসে ওই তরুণীকে কটুক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে। শেষে যখন পানাগড় বাজারের তাঁরা গাড়ি আটকানোর চেষ্টা করেন, দ্রুত রাইসমিল রোডে গাড়িটি ঢুকিয়ে দেন ওই তরুণী। এরপরই গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান সুতন্দ্রা চট্টোপাধ্যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.