পুলিস পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগ গ্রেফতার আবগারি আধিকারিক
Updated By: Jul 28, 2017, 09:36 PM IST

ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : পুলিস পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগ। ঘটনায় গ্রেফতার আবগারি দফতরের ASI । ধৃত অতনু মজুমদারের কর্মসূত্রে থাকেন আলিপুরদুয়ারে। অথচ, বেশিরভাগ সময় তাকে দেখা যেত সোনারপুর এলাকায়। অভিযোগ সেখানেই ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করত অতনু মজুমদার। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল তার এই কার্যকলাপের বিরুদ্ধে। অবশেষে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়। অতনু মজুমদারকে গ্রেফতার করে সোনারপুর GRP। ঘটনার তদন্ত চলছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা ক্ষোভ তৈরি হয় এলাকার ব্যবসায়ীদের মধ্যে।
আরও পড়ুন- বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করতে নেমেছেন বর্ধমানের জামালপুরের বেড়ুগ্রামের বাসিন্দারা