WB Weather Update: আপাতত চলবে পারদের ওঠানামা, শীতের বিদায় কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

WB Weather Update: ঘন কুয়াশার কবলে বাংলা। কুয়াশার দাপটে কমল দৃশ্যমানতা

Updated By: Feb 5, 2025, 08:10 AM IST
WB Weather Update: আপাতত চলবে পারদের ওঠানামা, শীতের বিদায় কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

অয়ন ঘোষাল: গোটা রাজ্যে বেশিরভাগ জেলায় আজ ঘন কুয়াশার দাপট। বিহার, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় অতি ঘন কুয়াশার সতর্কতা। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটার বা তারও কম থাকার সম্ভাবনা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ! মর্মান্তিক পরিণতি কিশোরের, চোখের নিমেষে...

৩ তারিখের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ভালো করে কাটার আগেই ফের আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
অসম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।

তাপমাত্রার ওঠানাম

তাপমাত্রা বাড়া কমার প্রবণতা অব্যহত।
রবিবার রাতের তাপমাত্রা ২২.২ ডিগ্রি।
সোমবার রাতের তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি।
মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতের তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি।
আজ রাতের সম্ভাব্য তাপমাত্রা ২১ ডিগ্রি।
বুধ এবং বৃহস্পতিবার রাতে পারদ আরো উত্থান। শুক্রবার থেকে দুই রাতের জন্য পারদ পতন। তারপর সোমবারের পর থেকে ফের পারদ উত্থান। ১১ ফেব্রুয়ারির পর স্থায়ী পারদ উত্থান দিনে রাতে। ১৫ ফেব্রুয়ারির পর আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায়। ফেব্রুয়ারির শেষ দিকেই রীতিমতো উষ্ণতার পরশ। ঘন কুয়াশার চাদরে ঢাকা বাংলা। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় কুয়াশার দাপটে কমল দৃশ্যমানতা।

দক্ষিণবঙ্গ

পারদ ওঠানামার খেলা অব্যাহত। রাতের তাপমাত্রা পরশু বিভিন্ন জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নেমেছিল। গতকাল রাতে সেই তাপমাত্রা ফের কিছুটা বাড়ল। আবার শুক্রবার রাতে তাপমাত্রা কমবে। ফিরবে হালকা শীতের আমেজ। সেটাই এই মরশুমের শেষবারের শীতের আমেজ বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ

ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গের চার জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ।

কলকাতা

স্বাভাবিকের ওপরেই রাত ও দিনের তাপমাত্রা। সকালে শহরে ঘন কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মিলবে রোদের দেখা। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। সকাল সন্ধ্যা আমেজ ফিরতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৭.৪ থেকে বেড়ে ১৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ থেকে বেড়ে ২৮.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৪ শতাংশ।

ভিনরাজ্য

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। সেক্ষেত্রে দিল্লির ভোটদান পর্ব কিছুটা বৃষ্টিবিঘ্নিত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে বিহার ওড়িশা আসাম এবং মেঘালয় মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.