Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলোও
সন্দীপ প্রামাণিক: আগামী ১৭-১৮ তারিখ এর মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা। একটি ঘুর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে। এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে।
আজ ১৫ তারিখ দক্ষিণ বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম বাদ দিয়ে সব জেলাতে বৃষ্টি হবে। আজ দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি হবে। ১৬ উত্তর বঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। ১৬ তারিখ দক্ষিণ বঙ্গের দুই মেদিনীপুর ও দুই পরগনার তে ভারি বৃষ্টি, কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারি বৃষ্টি।
১৭ তারিখ দক্ষিণ বঙ্গে সব জেলাতে বৃষ্টির পরিমান বাড়বে। ১৮ তারিখ বর্ষা ঢুকবে, দক্ষিণ বঙ্গে সব জেলাতে ভারি বৃষ্টি। ১৮ তারিখ , কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বাদ দিয়ে সব জায়গায় ভারি বৃষ্টি ও এই জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৯ তারিখ দক্ষিণ বঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান বাদ দিয়ে বাকি জেলায় বৃষ্টির পরিমান কমবে। ২০তারিখ বীরভূম, মুর্শিদাবাদ এ ভারি বৃষ্টি বাকি জেলায় বৃষ্টির পরিমান কমবে। ২১ তারিখ দুই মেদিনীপুর ও দুই পরগণাতে ভারি বৃষ্টি, বাকি জেলায় হালকা বৃষ্টি।
আজ দক্ষিণ বঙ্গের সব জায়গায় ৩০-৪০ কিমি ঝড় হাওয়া সহ বৃষ্টি, এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ভারি বৃষ্টি।
আজ উত্তর বঙ্গের জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ার কমলা সতর্কতা ৩০-৪০ কিম হওয়া সহ বৃষ্টি। বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। কাল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারি বৃষ্টি, ও দক্ষিণ বঙ্গের দুই মেদিনীপুর ও দুই পরগনার তে ভারি বৃষ্টি বাকি জেলায় বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। ১৭ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারি বৃষ্টি ঝড় হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা অর্থাৎ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।
১৮ কলকাতা সহ দক্ষিণ বঙ্গে সব জেলায় ৩০-৪০ কিমি ঝড় সহ বৃষ্টি হবে। ১৯ তারিখ শুধু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এ ভারি বৃষ্টি হবে বাকি জেলায় বৃষ্টি কমবে। ১৯ উত্তর বঙ্গের মালদা উত্তর দিনাজপুর এ ভারি বৃষ্টি।
তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে আরও কমবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
QAT
(17.4 ov) 101
|
VS |
SDA
100/7(20 ov)
|
Qatar beat Saudi Arabia by 1 run | ||
Full Scorecard → |
RWA
(19.4 ov) 102
|
VS |
BRN
105/2(17.2 ov)
|
Bahrain beat Rwanda by 8 wickets | ||
Full Scorecard → |
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |