Bengal Weather Update: দুরন্ত বেগে ধেয়ে আসছে বৃষ্টি! বুধের মতো বৃহ-শুক্রতেও ভাসবে বঙ্গ! পিছনেই ঘূর্ণিঝড়, আপনি তৈরি তো?

Weather Update: মে মাস শেষ হতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগে তৈরি হচ্ছে আরব সাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও ভারতের মৌসম ভবন আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা এখনও জানায়নি।

নবনীতা সরকার | Edited By: নবনীতা সরকার | Updated By: May 22, 2025, 05:39 PM IST
Bengal Weather Update: দুরন্ত বেগে ধেয়ে আসছে বৃষ্টি! বুধের মতো বৃহ-শুক্রতেও ভাসবে বঙ্গ! পিছনেই ঘূর্ণিঝড়, আপনি তৈরি তো?

অয়ন ঘোষাল: নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ। শক্তিশালী হয়ে কোন নিম্নচাপ আগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? নজর এখন সেদিকেই আবহাওয়াবিদদেরনিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ। শক্তিশালী হয়ে কোন নিম্নচাপ আগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? নজর এখন সেদিকেই আবহাওয়াবিদদেরআজও কাল ঝড়-বৃষ্টি বাংলা জুড়েই। বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। 

আগামী সপ্তাহে ২৮ শে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘শক্তি’। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা। যার অর্থ ‘পাওয়ার’ বা ‘ক্ষমতা’। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকে আরব সাগরের মতো বঙ্গোপসাগরেও। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ভারতের মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে আগামী ২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা জানায়নি ভারতের আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Youtuber Jyoti Malhotra: পাক-ভূমে কবে প্রত্যাঘাত, ভারতের কোথায় কোথায় ব্ল্যাক আউট... সবই শত্রুপক্ষকে রিয়াল টাইমে আপডেট দিয়েছে গুপ্তচর জ্যোতি!

২৭ শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ।বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।
তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Horrible Road Accident: বিয়ে হয়েছিল মাত্র তিনদিন আগেই! রাজযোটকের মতোই মৃত্যুপথে নবদম্পতি, পড়ে রইল সংসার... 

আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরো শক্তি শালী হওয়ার সম্ভাবনা।

বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ক্রমশ মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। এখনও পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যা অনুমান করছেন, এই সিস্টেমটি অতি দ্রুত স্থলভাগের দিকে এগিয়ে আসতে পারে ৷ তাই গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তার শক্তি অনেকটাই কম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.