চিত্তরঞ্জন দাস: ছেলের জন্মদিনেই রহস্যমৃত্যু মায়ের। এনিয়ে তোলপাড় দুর্গাপুরের আড়া কালীগঞ্জ। মৃত গৃহবধূর বাবা-মায়ের দাবি, মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই। লিখিত অভিযোগের পর পুলিস ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পরকীয়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন! রাগে প্রেমিকই মুণ্ড কেটে...রিজেন্ট পার্ককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


বছর সতেরো আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রনবীর শিকদারের। বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহের বাতিকের জেরে প্রায়শই অশান্তি হত রনবীরের। দুর্গাপুরের বিধাননগরে এক বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কর্ণধার রনবীর শিকদার।


পারিবারিক অশান্তি চরমে পৌঁছয় গতকাল অর্থাৎ শুক্রবার। রিঙ্কির বাবা ও তার সন্তানের একসঙ্গে জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় রিঙ্কিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রনবীর শিকদার। নিউটাউনশিপ থানায় রনবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস আটক করেছে রনবীরকে। মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ,"মাঝে মধ্যেই আমার মেয়ের উপরে অত্যাচার করত জামাই। গতকাল হয়তো আমার মেয়েকে মেরে টানিয়ে দিয়েছে। এই মৃত্যুর সুবিচার চাইছি।"


ময়না তদন্তের জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতার স্বামীকে জেরা করে পুলিস রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)