Howrah Kidnap: হোটেলে ঢুকে প্রথম পক্ষের ছেলেকে সৎ মা-বোন... উলুবেড়িয়ায় ভয়ংকর ঘটনা! গ্রেফতার ১৮

Howrah incident: আচমকাই  বাইরে থেকে ১০ থেকে ১২টি গাড়ি করে ৫০ জনের বেশি গুন্ডা লোকজন হোটেলে ভাড়া করে এনে... কী ঘটে উলুবেড়িয়ার গড়চুমুকে?

সুদেষ্ণা পাল | Updated By: Jul 5, 2025, 09:54 PM IST
Howrah Kidnap: হোটেলে ঢুকে প্রথম পক্ষের ছেলেকে সৎ মা-বোন... উলুবেড়িয়ায় ভয়ংকর ঘটনা! গ্রেফতার ১৮

শুভাশিষ মণ্ডল: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রথম পক্ষের ছেলেকে গুন্ডা মস্তান নিয়ে গিয়ে কিডন্যাপের চেষ্টার অভিযোগ সৎ মা ও মেয়ের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা উলুবেড়িয়ার গড়চুমুকে। এই ঘটনায় গ্রেফতার  সৎ মা, মেয়ে ও হাওড়ার এক প্রোমোটার সহ মোট ১৮ জন। এদিন ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক মা-মেয়ে সহ ৬ জনকে ৪ দিনের পুলিসি হেফাজত এবং বাকি ১২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

জানা গিয়েছে, গড়চুমুক এলাকার ব্যবসায়ী মদন কাঁড়ারের মৃত্যুর পর প্রথম পক্ষের স্ত্রীর এক ছেলে ও চার মেয়ের সঙ্গে ও দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর এক মেয়ের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। ব্যবসায়ীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে প্রসেন কাঁড়ারের দাবি, তাঁর সৎ মা ও তাঁর মেয়ে এবং হাওড়ার এক প্রোমোটার গতকাল উলুবেড়িয়া গড়চুমুক সোনার বাংলা হোটেলে আচমকাই  বাইরে থেকে ১০ থেকে ১২টি গাড়ি করে ৫০ জনের বেশি গুন্ডা লোকজন ভাড়া করে এনে হোটেলে তাঁকে মারধর করে। জোর করে গাড়িতে তুলে নিয়ে কিডন্যাপের চেষ্টা করেন। 

সেই খবর পাওয়া মাত্রই গড়চুমুক ফাঁড়ির ওসি ও তাঁর টিম হোটেলে আসে। গাড়িগুলি ঘিরে ফেলে। গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রসেন কাঁড়ারকে। এই ঘটনায় মোট ৫০ জনেরও বেশি আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যবসায়ীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর মেয়ে। সেইসঙ্গে মেয়ের বন্ধু হাওড়ার বেলেপোল এলাকার এক প্রোমোটার সহ মোট ১৮ জন।

আরও পড়ুন, ছাব্বিশের আগেই ফের বড় দলবদল? তৃণমূল 'হেভিওয়েট' বিধায়ক কি আবার বিজেপিতে?

আরও পড়ুন, শাসকদলের মন্ত্রী-বিধায়কের সঙ্গে ছবি! ভুয়ো 'ইডি অফিসারের' স্ত্রী-কোম্পানির অ্যাকাউন্টে মিলল লাখ লাখ টাকা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.