close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ভরসন্ধ্যায় শুটআউট উলুবেড়িয়ায়, নিহত অটোচালক

কী কারণে খুন? তা নিয়ে ধন্দে পুলিশ।

Updated: Dec 22, 2018, 10:13 AM IST
ভরসন্ধ্যায় শুটআউট উলুবেড়িয়ায়, নিহত অটোচালক

নিজস্ব প্রতিবেদন : ফের শুটআউট। এবার শুটআউটের ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন এক অটো চালক।

আরও পড়ুন, নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!

মৃতের নাম আশিস জেলে। বয়স ২৬ বছর। জানা গিয়েছে, মৃতের বাড়ি আমতার শেরপুর এলাকায়। এদিন সন্ধ্যায় উলুবেড়িয়ার হীরাপুরে শুটআউটের ঘটনাটি ঘটে। খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুষ্কৃতীরা অটোয় যাত্রী সেজে বসেছিল। হঠাত্ই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিসের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন, আত্মরক্ষার্থেই 'প্রাক্তন' স্বামীর গলায় ফাঁস! খড়দা খুনে পর্দা ফাঁস

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আসে উলুবেড়িয়া থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুটআউটের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। তবে কী কারণে খুন? তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিস জানিয়েছে, হামলার পিছনে কোনও পুরনো বিবাদ থাকতে পারে। আবার ভাগ বাঁটোয়ারা নিয়ে বনিবনা না হওয়াতেও খুন হয়ে থাকতে পারেন আশিস। সব সম্ভাবনা খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে।