Husband Kills Wife: হাড়হিম হালিশহর! পরকীয়ায় মজে স্ত্রী? সন্দেহের বশে গলা কাটল স্বামী...
North 24 Parganas: পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নৃশংস খুন স্বামীর। সকাল বেলায় ঘরের টালি খুলে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ।

বরুণ সেনগুপ্ত: হালিশহর ভুতবাগান এলাকায় ত্রিকোণ প্রেমের সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় বর্বর স্বামী। পালিয়ে যাওয়ার সময় ছেলেকেও খুনের হুমকি দিয়ে যায় অভিযুক্ত উজ্জ্বল বলে জানা অভিযোগ।
ত্রিকোণ প্রেমের সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। ঘটনাটি ঘটছে হালিশহর ভূত বাগান এলাকায়। মৃতের নাম জ্যোতস্না মণ্ডল( ৪৫)। অভিযুক্ত স্বামীর নাম উজ্জ্বল মণ্ডল। এই ঘটনার পর ফেরার অভিযুক্ত উজ্জ্বল। সকাল বেলায় ঘরের টালি খুলে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিসকে খবর দেয়। বীজপুর থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন:Road Accident: লরি-সুমোর ভয়ংকর সংঘর্ষ! মৃত্যু ২, আহত শিশু-সহ...
ইতোমধ্যেই গ্রেফতার হালিশহরের খুনের মূল অভিযুক্ত স্বামী উজ্জ্বল মণ্ডল। গ্রেফতার করল বিজপুর থানার পুলিস। আজ তাকে পাঠানো হল ব্যারাকপুর আদালতে।
উল্লেখ্য, কিছুদিন আগেই প্রায় একই ধরণের ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। যদিও বেঙ্গালুরুর ঘটনায় শিড়দাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেবে। জানা যায়, ২৮ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর মুন্ডু কেটে(Beheads) হাতে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অভিযুক্তের নাম শঙ্কর। থানায় গিয়ে সে জানায়, তার ২৬ বছর বয়সী স্ত্রী মানসাকে খুন করে। তাদের মধ্যে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তুমুল ঝগড়া হয়। সেই ঝগড়ার পরেই শঙ্কর এই ভয়ানক হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)