অয়ন ঘোষাল: বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা ও প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। ত্রিপুরা বাংলাদেশি হাইকমিশনে ভাংচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আগরতলা পর্য়ন্ত লং মার্চ করছে বিএনপি। এর মধ্যেই ৭৮ বাংলাদেশি মত্সজবীকে আটক করল ভারতীয় কোস্ট গার্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ধীরে ধীরে পড়বে জাঁকিয়ে শীত, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমবে আরও ৪ ডিগ্রি


গত ৯ ডিসেম্বর দুটি বাংলাদেশি ট্রলার আটক করে কোস্ট গার্ড। ওইসব বোটের মত্সজীবীরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। ওইদিন ভারতীয় জলসীমায় টহল দেওয়ার সময় দুটি ট্রলারের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য় পড়ে কোস্ট গার্ডের। এরপরই ওই দুটি ট্রলারকে তাড়া করে ধরে কোস্ট গার্ড।


যে দুটি ট্রলার আটক করা হয়েছে সেই দুটির নাম এফভি লাইলা ও এফভি মেগমা ৫। দুটি ট্রলারই বাংলাদেশে রেজিস্ট্রেশন। একটিতে ছিলেন ৪১ জন এবং অন্যটিতে ছিলেন ৩৭ মত্সজীবী।  ওই দুই ট্রলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।  দুটি বোটকেই পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে তদন্তের জন্য।  এদিকে, ওই দুই ট্রলার ও ৭৮ মত্সজীবীকে আটক করাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আরও উত্তপ্ত হতে পারে বলে কোনও কোনও মহলের আশঙ্কা।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)