নিজস্ব প্রতিবেদন: রোদ ঝলমলে পরিবেশে কাটল দোল। আজ হোলিতেও আকাশ পরিষ্কার। কিন্তু বদলে যেতে পারে আবহাওয়া। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি। শীতের দাপট কমিয়ে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দলের নাম 'Plurals', নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা তরুণীর


আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম হিমালয়ে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।


আরও পড়ুন-রাহুলের সঙ্গে কথা ইয়েচুরির, বাংলা থেকে রাজ্যসভার জোট প্রার্থী বিকাশ  


মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি।