পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জগদীপ ধনকর

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চলতি মাসেই মেয়াদ শেষ হচ্ছে কেশরী নাথ ত্রিপাঠির।

Updated By: Jul 20, 2019, 01:47 PM IST
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জগদীপ ধনকর

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর। আজই রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। রাজস্থানের প্রাক্তন সাংসদ। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৫ রাজ্যের রাজ্যপাল বদলের ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিহার ও নাগাল্যান্ডে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হল এদিন।

কোন রাজ্যে কে রাজ্যপাল হলেন? একনজরে দেখে নিন রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি-

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চলতি মাসেই মেয়াদ শেষ হচ্ছে কেশরী নাথ ত্রিপাঠির। ২০১৪-র ২৪ জুলাই তিনি এরাজ্যের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কেশরী নাথ ত্রিপাঠির উত্তরসূরি হিসেবে এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন জগদীপ ধনকর।

.