West Bengal Weather Update: বিকেলেই হাওয়াবদল, জেলায় জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির দাপট, তাপমাত্রা নামবে হু হু করে

West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাত। দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা

Updated By: May 15, 2025, 09:05 AM IST
West Bengal Weather Update: বিকেলেই হাওয়াবদল, জেলায় জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির দাপট, তাপমাত্রা নামবে হু হু করে

অয়ন ঘোষাল: নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল। পরিস্থিতি অনুকূল থাকলে শনিবারের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। সেক্ষেত্রে ভারতের মুল ভূখণ্ড কেরলে বর্ষার আগাম প্রবেশের সম্ভবনা অত্যন্ত উজ্জ্বল।

দক্ষিণবঙ্গ

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।  আজ বিকেলের পর এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাত। দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ  হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়। শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস।

আরও পড়ুন-কোনও ঘূর্ণিঝড় নয়, আগের সব আপডেট 'ভুল-খারিজ', 'সাইক্লোন শক্তি' নিয়ে মৌসম ভবনের বড় আপডেট!

আরও পড়ুন-শান্তিনিকেতনে সনসনি! ৫ ঘণ্টা লালবাঁধের জলে ভাসছে 'বডি', পুলিস এসে টেনে তুলতেই...

কলকাতা

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিকেলের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তার জেরে রাতের পারদ সামান্য নামতে পারে। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভবনা বেশি। রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতায়। বাকি মে মাসে আর খুব বেশি গরমের আশঙ্কা কম।

পরিসংখ্যান

কাল রাতের তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। আজ রাতে তা কমে ২৮ এর ঘরে নামতে পারে। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি। আজ দুপুরে তা বেড়ে ৩৬ এর ঘরে পৌঁছাতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ভোর বেলা ৫৮ শতাংশ। দুপুরে ৮৫ শতাংশ। বিকেলের দিকে তা ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.