West Bengal News LIVE Update: আরজি কর খুন-ধর্ষণ মামলায় জামিন! পথে SFI-কংগ্রেস...

Sat, 14 Dec 2024-3:33 pm,

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন পশ্চিম জেলার আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী (৬২২/১০০০)। তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী। গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস‍্যরা। সিঞ্চন স্নিগ্ধ অধিকারী  আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইসমাইলে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে উপর মাস্টার্স করেন। মোটামুটি স্বচ্ছল পরিবার। বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। বেতন খুব বেশি নয়। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান তার বাবা-মাকে।

  • Kalna: মন্তেশ্বরে টোটো ও ইন্ডিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটো চালক সহ বৃদ্ধ এক টোটো যাত্রীর। এই দুর্ঘটনায় টোটোয় থাকা আরও দুই স্বাস্থ্যকর্মীও গুরুতর জখম হলে তাদের মন্তেশ্বর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। মৃত টোটো চালকের নাম পরেশ রুদ্র। মৃত যাত্রীর নাম বিশ্বনাথ রায়। মৃতদের বাড়ি মন্তেশ্বর থানা এলাকায়। মন্তেশ্বরের মালডাঙা-মেমারী রোডে মন্তেশ্বর ও কুসুমগ্রামের মাঝে একটি হোটেলের কাছেই দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে মুচড়ে যাওয়া টোটো ও ইন্ডিকা গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে যায়। ঘাতক গাড়ির চালককে পুলিস আটক করেছে। দুর্ঘটনার আগে ঘাতক গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে।

  • Howrah: কানে হেডফোন দিয়ে রেল লাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। রেল পুলিস সূত্রে খবর, শালিমার সুপার ফাস্ট  উইকলি এক্সপ্রেস ওই যুবতীকে ধাক্কা মারে। মৃতার নাম অঙ্কিতা পাত্র(২৭)। 

  • RG Kar Protest: আরজি কর খুন-ধর্ষণ মামলায় জামিন সন্দীপ ঘোষ, অভিজিত্‍ মণ্ডলের। জামিনের বিরোধিতায় পথে SFI। ‘সেটিং ছাড়ো, বিচার করো’, বিক্ষোভ কর্মসূচি। কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর। অন্যদিকে, নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচি কংগ্রেসের। ‘ডারো মত’ কর্মসূচির ডাক প্রদেশ কংগ্রেসের।

  • Malda: এক নাবালিকার সাথে যৌন নির্যাতনের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। বীরভূমের মহম্মদবাজারের ঘটনা। জানা গিয়েছে ওই সিভিকের প্রতিবেশী নাবালিকার সাথে গত নভেম্বর মাসে জোর করে ধর্ষন করে বলে অভিযোগ , অভিযোগ হুমকিও দেওয়া হয় ওই নাবালিকাকে কাউকে কিছু না বলার জন্য। এই মাসে নাবালিকাকে দেখে বাড়ির লোকের সন্দেহ হওয়ার চাপ দিতেই সব বলে দেয় নাবালিকা। ঘটনার অভিযোগ দায়ের সিউড়ী মহিলা পুলিশ স্টেশনে। আটক সিভিক পুলিশ চিরঞ্জীব সিংহ , তাকে আটক করেছে মহম্মদবাজার থানার পুলিশ। 

  • Weather: কনকনে শীতে জবুথবু বাংলা। শৈত্যপ্রবাহের কবলে পড়ল নয় জেলা। রবিবার পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। বড়দিনে বাড়তে পারে উষ্ণতা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

  • রবিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। লক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায় আরেকটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। এর কোনো সরাসরি প্রভাব এই রাজ্যে পড়বে না। তবে ১৮ তারিখের পর বঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়তে পারে। শীতের আমেজ কিছুটা বিঘ্নিত হতে পারে।

  • Metro: আজ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে ট্রেনের সংখ্যা কমছে। দৈনিক ১৫০ এর বদলে আজ থেকে চলবে ১১০ টি ট্রেন। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা। বিকেলে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা। দিনের বাকি সময় ট্রেন চলবে ২৪ মিনিট অন্তর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link