West Bengal News LIVE Update: ফের বিশৃঙ্খলা যাদবপুরে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা খুলে বিক্ষোভ...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Saturday, March 1, 2025 - 16:11
West Bengal News LIVE Update: ফের বিশৃঙ্খলা যাদবপুরে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা খুলে বিক্ষোভ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

1 March 2025, 16:15 PM

ফের বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের সঙ্গে কথপোকথন শিক্ষামন্ত্রীর। ব্রাত্য বসুর চাকার হাওয়া খুলে দিলেন বিক্ষোভকারীরা। ক্যাম্পাসে তুলকালাম। আন্দোলনকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রাত্য় বসু। 

1 March 2025, 12:30 PM

যৌন নির্যাতনের শিকার নাবালিকা। তিন মাস ধরে লাগাতার যৌন নির্যাতন নাবালিকাকে। পরিবারের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত আবুল হোসেন মিদ্দা (৪০)। গ্রেফতার করল রাজারহাট থানার পুলিস। পরিবারের অভিযোগ, ১২ বছরের নাবালিকাকে খাবার সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই ঘটনা চলছিল গত তিন মাস ধরে। নাবালিকা এই ঘটনার কথা যাতে কাউকে না বলে তাকে ভয় দেখানো হতো। অবশেষে নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার পরিবারের লোক চাপ দিলে সমস্ত ঘটনার কথা জানায়। এরপরই পরিবারের পক্ষ থেকে গতকাল রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানায়। পস্ক আইনে মামলা রুজু করে গতকাল রাতেই অভিযুক্ত আবুল হোসেন মিদ্দেকে গ্রেফতার করে পুলিস।

1 March 2025, 09:45 AM

আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি।বেলুরমঠ কামারপুকুর সহ শ্রীরামকৃষ্ণের ভাবধারায় বিশ্বাসী সব প্রতিষ্ঠানে আজ পালিত হচ্ছে জন্মতিথি। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘেও পালিত হচ্ছে সেই তিথি। সকাল থেকে পুজোপাঠ যাগযজ্ঞ চলছে।ঠাকুর পল্লীগীতি  কীর্তন ভালোবাসতেন তারও আয়োজন করা হয়।দুপুরে ভক্তসেবা সবার জন্য ভোগ বিতরন সন্ধায় আরতির পর ভক্তিমূলক গানের পর শেষ হবে অনুষ্ঠান।

1 March 2025, 09:45 AM

খড়দহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এল পি কলোনী এলাকায় এক গৃহবধূর ওপর অ্যাসিড হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় অলোক দাসের বাড়িতে ভাড়া থাকেন দুই ভাড়াটিয়া। তাদের মধ্যে আক্রান্ত গৃহবধূ স্বামী ও এক সন্তানকে নিয়ে ওই বাড়ির একটি ঘরে ভাড়া থাকেন। অভিযোগ, আক্রান্ত গৃহবধূ বাড়ির উঠানে কাজ করছিলেন। সেই সময় আচমকাই পাশের ঘরের ভাড়াটিয়া সুরোজিৎ দেবনাথ ওই গৃহবধূর পিছন থেকে মাথায় ও মুখে অ্যাসিড ঢেলে দেয়।অ্যাসিড হামলায় গৃহবধূর মুখ ও মাথার অংশ পুড়ে যায়। এরপর ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনায় আক্রান্ত গৃহবধূর স্বামী রহড়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ভাড়াটিয়া সুরোজিৎ দেবনাথকে গ্রেফতার করেছে।

 

1 March 2025, 09:45 AM

পরিবার সূত্রে জানা গেছে ঘটনার সূত্রপাত প্রায় ৮ মাস আগে ছোট্ট এই মৌমিতা স্বাভাবিক বাচ্চার মত ঠিক ছিল। কিন্তু হঠাৎ ৮ মাস আগে তার মা সুভদ্রা মন্ডল মৌমিতার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করে সাথে সাথে তার স্বামীকে তিনি জানাই, সে সময় তার স্বামী ভিন রাজ্যে পরিচয় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন, খবর পেয়ে তড়িঘড়ি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসেন রবীন্দ্রনাথ। গরিব পরিবার অর্থ জোগাড় করে প্রথমে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান, বিভিন্ন টেস্ট করার পর চিকিৎসকরা জানাই তার কন্যা সন্তান স্পিনার মাস্কুলার এট্রোফি মিক্রোদেলেশন(SMN1) মত এক বিরল রোগে আক্রান্ত। যার চিকিৎসার জন্য একটি ইনজেকশন দাম প্রায় ১৬ কোটি টাকা বলে দাবি মৌমিতার মাতা পিতার। এরপর তারা কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায় মৌমিতাকে সেখানেও একইভাবে চিকিৎসকরা পরামর্শ দেন তার দু'বছর পর্যন্ত আয়ু রয়েছে তার মধ্যে এই দামি ইনজেকশনটি দিতে হবে। তারপর থেকেই দিশাহারা পরিবার ছোট্ট মৌমিতাকে কি করে বাঁচিয়ে রাখবে তা চিন্তার বাইরে তার মাতা পিতা। 

1 March 2025, 09:45 AM

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকার কুমারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।দুমড়ে মুচরে যায় মারুতি ভ্যানটি। ঘটাস্থলে মৃত্যু হয় এক মহিলা সহ তিনজনের। আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভগবানপুর থেকে একটি পরিবারের লোকজন চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। তমলুক থানা এলাকার কুমরগঞ্জের কাছে একটি দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার এর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এরপর ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পুলিশি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেলেও কিন্তু বাঁচানো যায়নি তিনজনকে। মারুতি গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় সামনের টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। আহত ও মৃতদের বাড়ি ভগবানপুর থানা এলাকার গুড়গাঁও গ্রামে।

1 March 2025, 09:45 AM

সংজ্ঞাহীন ও রক্তাক্ত  অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালবাজার শহরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালবাজার শহর লাগোয়া সোনগাছি চা বাগান মোড় এলাকার এক যাত্রী প্রতীক্ষালয় থেকে। হাসপাতলে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত (২৫)। মালবাজার শহরের পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সুবোধ দত্তের ছেলে বিশ্বজিৎ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দৈনিক বাজারে নিজেদের দোকানে কাজ করছিলেন। তারপর আচমকাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত ন'টা নাগাদ মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় সংলগ্ন সোনগাছি চা বাগান মোড় এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের পাশে তার মোটরসাইকেল দাঁড় করানো দেখে সন্দেহ হয় পথ চলতি এক অ্যাম্বুলেন্স চালকের।