13 March 2025, 16:00 PM
Covid in Kolkata: করোনার নতুন ভ্যারিয়েন্ট এর উপস্থিতি কলকাতায়। দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা, বছর ৪৫ এর এক গৃহবধূ আক্রান্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট HKU -1 এ আক্রান্ত।গতকাল দক্ষিণ কলকাতার মুকুন্দপুর এর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্ত্তি করা হয় তাকে।যদিও আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
13 March 2025, 11:30 AM
Passport Scam: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও ১ । ধৃতের নাম ত্রিদীপ মণ্ডল, শিয়ালদহ থেকে গ্রেফতার ।ধৃতের বাড়ি বাগুইআটির জ্যাংরা এলাকায় ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্রের তদন্ত । পাসপোর্ট চক্রের তদন্তে আরও একজন গ্রেফতার।
13 March 2025, 11:15 AM
Fake Medicines: ভয় ধরাচ্ছে জাল ওষুধ! হাওড়া থেকে উদ্ধার টেলমা এইচ গুণগত মানে ডাহা ফেল নির্দিষ্ট ব্যাচের ওষুধ নিম্নমানের, বিজ্ঞপ্তি ড্রাগ কন্ট্রোলের কলকাতা থেকে বাজেয়াপ্ত অ্যামোক্সিলিন ক্ল্যাভনেট ট্যাবলেট। নির্দিষ্ট ব্যাচের অ্যামোক্সিলিন ক্ল্যাভনেটও ডাহা ফেল পরপর ওষুধ গুণগত মানে ডাহা ফেল হওয়ায় বাড়ছে উদ্বেগ।
13 March 2025, 08:45 AM
Kolkata Fire Incident: সাত সকালে খাস কলকাতায় ফের ভয়াবহ আগুন। বৃহস্পতিবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে আগুন লাগে। একটি পুরনো বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘরের ভেতর থেকে গলগল করে বেড়িয়ে আসতে থাকে কালো ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছায় দমকল।