West Bengal News LIVE Update: রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার! কোন জেলা শীর্ষে?

Soumitra Sen Sun, 01 Dec 2024-12:31 pm,

Bengal News LIVE Update: মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিস এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Dengue: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। গত মাসে ২০ নভেম্বর পর্যন্ত পাওয়া হিসাব এটি। ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে মালদহ, তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। বাংলার ১০ জেলায় আক্রান্তের সংখ্যা-- ১৫৯৫৯ জন। তবে বাকি জেলা মিলিয়ে মোট আক্রান্ত প্রায় ২১ হাজার। 

  • Bangladesh Unrest: বাংলাদেশে গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এরপর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার আরো দুই সন্ন্যাসী। গোটা ঘটনায় উত্তাল বাংলাদেশ। অন্য দেশেও এর প্রতিবাদ হচ্ছে। আজ, রবিবার ইসকনের পক্ষ থেকে বিকেলে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। ১৫০টি দেশের ভক্তেরা এতে সামিল হবেন। তার আগে কলকাতা ইসকন অফিসে অনুষ্ঠানে সামিল হয়েছেন সন্ন্যাসীরা। খোল করতাল বাজিয়ে নৃত্যের তালে তালে গান গাইছেন তাঁরা।

  • Jorasanko: ফিরোজা পরভিন (১৮) নামের এক তরুণী শনিবার বাড়িতে একাই ছিলেন। জানা যায়, তাঁর প্রতিবেশী তারান্নুম আরারের সঙ্গে এঁর ঝগড়া শুরু হয়। এরপর তাঁকে মারধর করা হয়। হঠাৎই স্থানীয় লোকজন একটা বিকট আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখেন ওই আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই তরুণী। জোড়াসাঁকো থানার পুলিসকে খবর দেওয়া হয়। তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিস এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link