LIVE: পাহাড় থেকে সাগরের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়: Abhishek banerjee

Last Updated: Saturday, February 20, 2021 - 15:37
LIVE: পাহাড় থেকে সাগরের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়: Abhishek banerjee

20 February 2021, 15:30 PM

* ওরা ক্ষমতায় এলে রাজ্যকে আর টাকা দেবে না।
* আপনাদের ধোকা দিয়েছে এত বছর এবার আপনারা ধোকা দিন।
* ১৮০০০ টাকা দিয়ে বাংলাকে কিনতে চাইছে।
* বাংলার মানুষকে কেনা যায় না। ১৮ হাজার কোটি টাকা দিলেও একটা মানুষও বিক্রি হবে না। 

20 February 2021, 15:30 PM

* ওরা বাংলায় আর কেন্দ্রে কেন এক সরকার চায় জানেন? যাতে চুরি করলে ধরতে না পারে কেউ।
* বাড়িতে ফ্রিজ, স্মার্টফোন, মোটর সাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে। 
* বাংলা বাংলার মেয়ের কাছেই থাক। বাকি বহিরাগত নিপাত যাক। 
* ঘাস কেটে শেষ করা যায় না। 
* আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করবে।
সিদ্ধান্ত নিন আপনি উন্নয়নে থাকবেন নাকি অনাচারে।
* নাগরাকাটায় তৃণমূল প্রার্থীকে জেতান, এখানকার উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। 

20 February 2021, 15:30 PM

* মা দুর্গাকে যারা অপমান করে ।
* আগে উত্তরপ্রদেশ, গুজরাত সোনার করে দেখাও। তারপর সোনার বাংলা তৈরি করবে।
* পয়সা দিলে নিয়ে নিন, তারপর আমাদের ভোট দিন।
* পয়সা দিয়ে ওরা লোক কিনছে। এটা বাংলারই পয়সা। 

20 February 2021, 15:15 PM

উত্তরবঙ্গের নাগরাকাটায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

* পাহাড় থেকে সাগরের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়।
* আচ্ছে দিন কবে আসবে?
* বহিরাগতদের চান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। 
* ভোটের আগে জয় সিয়ারাম বলবই।