LIVE: মোদীর নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়বই: কৈলাস বিজয়বর্গীয়
Latest Updates
কী বললেন শুভেন্দু
* কৃ্ষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্মফুল ঘরে ঘরে।
* এই বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল।
* দেশ মাতৃকার চরণে আত্মনিবেদিত রাজনৈতিক দল এটি।
* আদর্শ নীতি নিয়ে কাজ করে বিজেপি।
* পূর্ববর্ধমানের পূর্বস্থলী থেকে সমস্ত দায়িত্ব পালনের দিচ্ছে দল।
* আগে যে রাজনৈতিক দল করতাম সেটা কোম্পানিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা প্রকৃত * রাজনৈতিক দলের সদস্য পদ পেলাম।
* নির্বাচনে দলকে জয়যুক্ত করবই।
* বিজেপির কর্মীরা মিথ্যা মালমায় জড়িয়েছে, আত্মবলিদান দিতে হয়েছে কর্মীদের।
* বাংলাকে মোদীর হাতে তুলে দিতে হবে।
* নইলে বেকাররত্ব মিটবে না।
* আমার লজ্জা হয় আমি ২১ বছর এই পার্টি করেছে।
* সিপিএমের ছেঁড়া চটি পায়ে গলিয়েই আমি ২১ বছর কাটিয়েছি।
* বিজেপি শুধু ভালো করতে পারে।বিজেপিতে যোগদানের পর দলের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন মেদিনীপুরের ভূমিপুত্র। আজ সকাল বিজেপির হেস্টিংস অফিসে শুভেন্দু অধিকারীকে নিয়ে বৈঠক বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি সূত্রে খবর, ১৯ ডিসেম্বর শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে যাঁরা বিজেপিতে যোগ দেন, তাঁদের সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে এ দিন।
সবমিলিয়ে মোট ৪৩ জনের তালিকা তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। তাঁদের প্রত্যেকের সঙ্গেই কথা বলবেন কৈলাস বিজয়বর্গীয়। এ দিন উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্বের প্রতিনিধিরাও। বিজেপির একাংশের মতে শুভেন্দু ও তাঁর অনুগামী এবং পাশাপাশি নয়া সমস্ত সদস্যদের দলীর নিয়ম-কানুন বোঝাতেই এই বৈঠক। দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া সদস্যদের খাপ খাওয়াতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।