Live Updates: অনেক ভুল নীতি থাকলেও বামফ্রন্ট কাজ করেছে: Suvendu
Latest Updates
কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার। অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। লালগড়ে একজন নেশা করে বসে থাকেন, তাঁকে পাঠিয়েছেন।
অনেক নীতি ভুল থাকলেও বামফ্রন্ট কাজ করেছে। সাড়ে ৯ বছরে কী কাজ করেছেন? যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’
পূর্ব মেদিনীপুরে ১৬-০ করব। পদ্মফুল ফুটবে। সব বিদায়ী কাউন্সিলরকে দলে নেবেন না।
বেকারদের সর্বনাশ করে দিয়েছে। পড়ুয়াদের ট্যাব দিচ্ছে। এসবই উপঢৌকন। প্রাথমিক পড়ুয়াদের জামা, জুতো, ব্যাগে কাটমানি। সাইকেলেও কাটমানি।
তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে। বঙ্গধ্বনি নয়, হরিধ্বনি যাত্রা। বিনয় মিশ্রের সঙ্গে তোমার সম্পর্ক কী? তোলাবাজ ভাইপোকে বলতে হবে।
এতদিনে পিএম কিষাণ নিধি নিয়েছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন্দ্রের সব প্রকল্পের নাম বদলে দিয়েছে। সবাই বঞ্চিত, কাউকে আওয়াজ তুলতে হবে। আমি আওয়াজ তুলেছি।
২০০৭ সালে অনেকে শহিদ হয়েছিলেন। আমি রাত ১২টা শ্রদ্ধাজ্ঞাপন করেছি। ২০১১ সালের পর থেকে শহিদ বেদিতে কেউ মালা দিতে আসেনি। এখন তাঁদের পাঠিয়েছেন মাননীয় নেত্রী।
তৃণমূল ভবনে বসে একজন বলছিলেন। মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয়। আমি সব পদ থেকে পদত্যাগ করেছি। তৃণমূলের সদস্য়পদ ছেড়েছি। সাধারণ ভোটার হিসেবে বিজেপি সদস্যপদ চেয়েছি।