একুশে নন্দীগ্রাম থেকে আমি-ই প্রার্থী : Mamata LIVE
Latest Updates
ভবানীপুরের মানুষকেও আমি কষ্ট দেব না, ম্যানেজ করতে পারলে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই আমি দাঁড়াব। নন্দীগ্রামে আমি দাঁড়াবই : Mamata
যা চেয়েছে সব দিয়েছি। আমি চাই ওরা ভালো থাক, সুস্থ থাক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক : Mamata
আগে আমাকে দেখতে দিত না। আমি টাকা দিতাম। ওরা বলত, ওরা কাজ করছে! কিন্তু আমি টাকা দিলেও অনেক কাজ হয়নি। এবার থেকে আমি নিজেই দেখে নেব : Mamata
শহিদ পরিবারগুলিকে পেনশন দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে সরকার : Mamata
আচ্ছা, আমি-ই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এটা আমার আবেগের জায়গা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না। ওটাও আমার আবেগের জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। তবে সুব্রত বক্সীকে বলব, নন্দীগ্রামে আমার নামটা চূড়ান্ত করে দিতে : Mamata
নন্দীগ্রাম আমার জন্য লাকি জায়গা। আজ নন্দীগ্রাম থেকে আমি ঘোষণা করছি, ২০২১-এ তৃণমূল কংগ্রেস জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। প্রতি সিটেই তৃণমূল জয়লাভ করবে। এখনই নাম বলছি না, নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব। যারা আপনাদের কাছে থেকে কাজ করবে : Mamata
সব ভিডিয়ো, হোয়াটসঅ্যাপ বিশ্বাস করবেন না। সব ফেক, ভেক। ভেকধারীরা কোটি কোটি টাকা দিয়ে ফেক ভিডিয়ো বানাচ্ছে। মানুষের মধ্যে ছড়াচ্ছে। ওদের কতগুলো মালপোয়া আছে! তারা IT করে না, UT করে : Mamata
দিঘা-তমলুক রেললাইন, দিঘা কনভেনশন সেন্টার তৈরি করেছি আমরা। নন্দীগ্রামের সঙ্গে হলদিয়াকে জোড়া পরিকল্পনা চলছে। যাতে এখানকার ছেলেমেয়েরা এখানেই মাথা তুলে দাঁড়াতে পারে : Mamata
কেন্দ্রকে কৃষক বিল প্রত্যাহার করতে হবে : Mamata
কেউ কেউ না কেউ যেতেই পার। তোমাদের স্বাধীনতা। রাজনীতিতে ৩ ধরনের মানুষ হয়। লোভী, ভোগী, ত্যাগী। যারা ত্যাগ করতে জানেন, তাঁরা কোথাও যাবেন না। মেরে ফেললেও মায়ের কোল ছাড়বে না। আরেক দল যাদের অনেক টাকা, সেই টাকাগুলো রক্ষা করার জায়গা চাই : Mamata
বিজেপি ওয়াশিং মেশিন। কালো হয়ে ঢুকবে, সাদা হয়ে বেরিয়ে আসবে : Mamata
সোনাচূড়াতে টেকনিক্যাল ইনস্টিটিউট হবে : Mamata
আজকে নন্দীগ্রাম আসার সময় শুভেচ্ছা জানান কবীর সুমন। আমি কোনও একটা দিনও ভুলিনি। আমি আবু তাহের থেকে সবার বাড়ি, নন্দীগ্রামের স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল সব চিনি। নন্দীগ্রামের সাথে আমার আত্মার টান, যা চিরকাল ছিল, থাকবে : Mamata
পেট্রোল বোমা দিয়ে আমাকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তদানীন্তন রাজ্যপাল আমাকে ফোন করে ফিরে আসতে বলেন : Mamata
অনেক বাধা টপকে রাত ২টোয় যখন আমি নন্দীগ্রামে পৌঁছই , তখন এখানে আমি কাউকে দেখতে পাইনি। আমি কাউকে জ্ঞান দেব না। নন্দীগ্রাম আন্দোলন কে করেছে কারা করেছে সবাই জানে! সেইসব দিন আমি দেখেছি : Mamata
অনেকে বড় বড় কথা বলে। আন্দোলন তৈরি হয়েছিল সিঙ্গুর থেকে। তফশিলি কন্যা তাপসী মালিককে লক্ষ্মীপুজোর পরদিন পুড়িয়ে মারা হল। তারপরই এখানে আন্দোলন শুরু হয়। নয়াচরের জমি অধিগ্রহণ নিয়ে। এরপর ১৪ মার্চ গুলি চলে। আমার গাড়িতেও বুলেট লাগে : Mamata
আবু তাহের, মানস ভুঁইঞা উপস্থিত। পশ্চিম মেদিনীপুরের অনেক বিধায়কই এসেছেন। অজিত মাইতি, বীরেন রায়, শিউলি সাহা প্রমুখ এসেছেন। নাম করে করে কারা কারা আজকের সভায় উপস্থিত উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোলা সেনকে আন্দোলনের অন্যতম সঙ্গী ও সৈনিক হিসেব উল্লেখ।
মমতার সভায় শুভেন্দু ঘনিষ্ঠ আবু তাহের... নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই দেখা যাচ্ছে সভামঞ্চে।
আন্দোলনে শহিদ হয়েছিলেন ১৪ জন। তার পাশাপাশি ১০ জন মানুষও আজও ফিরে আসেনি। তাঁরা নিখোঁজ আজও। আজকের এই মঞ্চ সরকারি মঞ্চ। এই মঞ্চ থেকে ৪ লাখ টাকা করে সরকারি সাহায্য়ের চেক তুলে দেওয়া হচ্ছে সেই নিখোঁজদের পরিবারের হাতে : Mamata
নন্দীগ্রামের নিখোঁজ ১০ জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য় তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ৪ লাখ টাকা করে সরকারি সাহায্য। বিশ্বজিত্ সিং, শুভঙ্কর মাইতি, প্রতিমা মাইতি, সুদেব মণ্ডল, সুমিত্রা মিদ্যা, তপন মাইতি, রবি মন্ডল, রাহুল বর্মন প্রমুখদের হাতে তুলে দেওয়া হল ৪ লাখ টাকা করে চেক।
নন্দীগ্রামের তেখালি বাজার মাঠ সভাস্থলে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী...
"নন্দীগ্রাম আমি রোজই যাই। মনে নন্দীগ্রাম আমার রোজই থাকে।" নন্দীগ্রাম রওনা হওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর দলত্যাগের পর নন্দীগ্রামে প্রথম সভা তৃণমূল নেত্রীর। তেখালির মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। সভায় শহিদ পরিবারের লোকেরাও উপস্থিত থাকবেন।
*ইতিমধ্যেই হাওড়ার ডুমুরজলা থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত সবার চোখ এখন শুধুই আকাশের দিকে। যেকোনও সময় এসে পৌঁছবেন নেত্রী। সভাস্থলে বাজছে, "তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না।"
* চরম উত্তেজনা উদ্দীপনা কর্মী, সমর্থকদের মধ্যে। তেখালি বাজার সংলগ্ন মাঠে এখনই প্রচুর ভিড়। প্রচুর মহিলা কর্মী, সমর্থক ভিড় জমিয়েছেন। সবার নজর এখন মুখ্যমন্ত্রী কী বলেন, তার দিকেই। এদিন নন্দীগ্রামে মমতার সভায় নেই অধিকারী পরিবারের কেউই। শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন। ভাই সৌমেন্দুও দাদার হাত ধরে বিজেপিতে। শিশির-দিব্যেন্দু থাকছেন না আজকের সভায়। এই পরস্থিতিতে নন্দীগ্রাম থেকে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?