• 542/542 TARGET 272
  • BJP+

    354BJP+

  • CONG+

    88CONG+

  • OTH

    100OTH

ভোটের মুখে রহস্যজনকভাবে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার

নদিয়ার সব বুথের ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন অর্ণব

Updated: Apr 19, 2019, 07:48 AM IST
ভোটের মুখে রহস্যজনকভাবে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার

নিজস্ব প্রতিবেদন: জেলার সব ইভিএম ও ভিভিপ্যাট যাঁর দায়িত্ব তিনিই এখন নিখোঁজ। বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।

আরও পড়ুন-'রাম মন্দির হল না কেন? মোদী তুমি জবাব দাও', মনে করাল তৃণমূলের ব্যানার

নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে। গাড়ির চালকের কাছে অর্ণবের কোনও খবর নেই।

এদিকে অর্ণব রায়ের সহকর্মীদের বক্তব্য, বহু জায়গায় খুঁজেও অর্ণব রায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহার করা দুটি মোবাইলও সুইচড অফ দেখাচ্ছে।

উল্লেখ্য, নদিয়ার সব বুথের ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন অর্ণব। আগামী ২৯ এপ্রিল সেখানে ভোট। ফলে এনিয়ে সমস্যায় পড়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন-হিন্দুত্বকে টার্গেট করতেই আমার উপর অত্যাচার চালানো হয়, দাবি সাধ্বী প্রজ্ঞার

এদিকে, অর্ণব রায়ের খোঁজ না মেলায়, বৃহস্পতিবার রাত বারোটার পর অর্ণব রায়ের স্ত্রীকে নিয়ে কোতয়ালি থানায় যান জেলার এসপি ও জেলাশাসক। সেখানে তাঁরা একটি নিখোঁজ ডাইরি করেন। জেলাশাসক জানিয়েছেন, অর্ণবের জন্য একটি মিসিং ডাইরি করা হয়েছে। পুলিস এনিয়ে তদন্ত করছে।