Madhyamik Exam 2025: বুনো হাতি ভেস্তে দেবে মাধ্যমিক? বনের ভিতর দিয়ে ছাত্রদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে বন দফতর...
Madhyamik Exam 2025: শুরু হল মাধ্যমিক। প্রতিবারের মতো মাধ্যমিকের প্রথম দিনেই বাংলা পরীক্ষা। সকাল ১০: ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু। চলবে দুপুর দুটো পর্যন্ত। তবে পরীক্ষার্থীরা সকাল ৯:৩০ মিনিট থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়েছে। এরই মধ্যে হাতির জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে হাজির বন দফতর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ মাধ্যমিক পরীক্ষা। সকাল-সকাল ছাত্রছাত্রীরা হাজির হয়েছে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে। তবে বনবস্তি এবং হাতিপ্রবণ এলাকায় দিয়ে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে যাবে, তাদের জন্য বাড়তি সুরক্ষার ব্যাবস্থা করেছে বন দফতর। প্রতিটি জঙ্গল-এলাকায় মোতায়েন আছেন বনকর্মীরা। ছাত্রছাত্রীদের গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে নিরাপদে নিয়ে গিয়ে স্কুলগুলিতে পৌঁছে দিচ্ছেন বনকর্মীরা। এদিন মাল মহকুমার বৈকণ্ঠপুর জঙ্গলের চিরাভিজা এলাকায় এরকমই ছবি দেখা গেল। তারঘেরা বন দফতরের কর্মীরা স্কুলগাড়ি গার্ড করে জঙ্গল পার করে দিচ্ছেন। পাশাপাশি এমভিআই আধিকারিকেরাও রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছেন, যাতে ছাত্রছাত্রীদের গাড়ির কোনও সমস্যা না হয়। সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে এই ডিউটি।
আজ, সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের মতো মাধ্যমিকের প্রথম দিনেই বাংলা পরীক্ষা। সকাল ১০: ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু। চলবে দুপুর দুটো পর্যন্ত। তবে পরীক্ষার্থীরা সকাল ৯:৩০ মিনিট থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়েছে।
রাজ্যের মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তার মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬২ হাজার পরীক্ষার্থী এ বছর বেড়েছে।
মালবাজার ব্লকের অন্তর্গত মোট সাতটি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। মালবাজার শহরে পাঁচটি এবং ওদলাবাড়িতে দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকেরা। মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যাভবন, সুভাষিণী উচ্চতর বালিকা বিদ্যালয়, আনন্দ বিদ্যাপীঠ, পুষ্পিকা হিন্দি উচ্চ বালিকা বিদ্যালয়, বি এল হিন্দি উচ্চ বিদ্যালয়, ওদলাবাড়ি হিন্দি উচ্চ বিদ্যালয় এবং ওদলাবাড়ি বয়েজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করা হয়েছে।
মাল ব্লকের মাল আদর্শ বিদ্যাভবনকে মাধ্যমিক পরীক্ষার প্রধান ভেনু করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুলিস প্রশাসনের উদ্যোগে। পুলিস প্রশাসনের তরফে রবিবার রাতে মালবাজার শহর-সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ২০০ মিটারের মধ্যে ভারতীয় ন্যায়সংহিতার ১৬৩ ধারা বলবৎ থাকছে বলেও জানা গেছে পুলিস প্রশাসনসূত্রে।
এদিন সকাল থেকেই মালবাজার থানার পুলিস এবং ট্রাফিক পুলিস শহর-সহ পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলির সামনেও কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)